একনাগাড়ে প্রবল বৃষ্টি হচ্ছে প্রায় দশ দিন, এর ফলেই নষ্ট হতে বসেছে ধান, তিল ও বাদাম চাষ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকে চাষবাসের অবস্থা এতটায় বেহাল চাষীদের মাথায় হাত।
দশদিনের একটানা বৃষ্টিতে খেতে জল দাঁড়িয়ে থাকায় নষ্ট হয়েছে প্রচুর ধান, তিল ও বাদাম। ফলে সর্বস্বান্ত কৃষকরা। তাঁদের অভিযোগ জল নিকাশ সঠিকভাবে হচ্ছে না, ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন তারা।
                     
বছরের এই সময়টাতে ওই এলাকার বহু কৃষক ধান, তিল, বাদামের চাষ করেন। প্রবল বর্ষণে ধান, তিল, বাদাম পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। চন্দ্রকোনার বেশিরভাগ কৃষকই ঋণ নিয়ে চাষ করেন। ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় ঋণ পরিশোধ নিয়ে চিন্তিত তারা।
সরকারি সাহায্য পেলে তবেই ঋণের টাকা মেটানো সম্ভব বলে জানিয়েছেন চন্দ্রকোনার কৃষকরা। :- শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর