নিজস্ব প্রতিবেদন

সরকারি আধিকারিককে অপমান, শারীরিক নিগ্রহ এবং কাজে বাধা দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত অভিনেতা তথা কংগ্রেস নেতা রাজ বব্বরের ২ বছরের জেলের নির্দেশ অদালতের। রাজ বব্বরের বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলাটি ২৬ বছরের একটি পুরনো। ১৯৯৬ সালের সেই মামলার রায়  বৃহস্পতিবার সাজা ঘোষণা করেছে আদালত।

ঘটনাটি ঘটেছিল ১৯৯৬ সালে ২ মে। সমাজবাদী পার্টির হয়ে লখনউ থেকে লোকসভা নির্বাচনে লড়েছিলেন অভিনেতা রাজ বব্বর। তাঁর বিরুদ্ধে কাজে বাধা দেওয়া, শারীরিক নিগ্রহের অভিযোগ আনে তৎকালীন পোলিং অফিসার কৃষ্ণ সিং রানা। অভিযোগ ছিল নির্বাচন চলাকালীন একটি বুথে জোর করে ঢুকে পড়েন রাজ বব্বর ও তাঁর দলবল। তাকে কাজে বাধা দেন এবং দুর্ব্যবহার করেন। তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করেছিলেন কৃষ্ণ সিং রানা।  সেসময় অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ৩৩২, ৩৫৩, ৫০৪, ৩২৩, ১৮৮ ধারায় মামলা দায়ের হয়। জানা যায়, তদন্ত শুরু হওয়ার পর ওই বছরই রাজ বব্বরের বিরুদ্ধে চার্জশিল দাখিল করা হয়েছিল। এমনকি অভিনেতার বিরুদ্ধে ওয়ারেন্টও জারি করা হয়েছিল হয়েছিল ।

১৯৯৬ সালের সেই মামলাতে বৃহস্পতিবার রাজ বব্বরকে দু’বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে লখনউ-এর বিশেষ আদালত। জেল ছাড়াও ৮, ৫০০ টাকা আর্থিক জারিমানাও করা  হয়েছে অভিনেতার।