শীতের শেষ রেশটুকু যাওয়ার আগে আমেরিকায় নতুন করে করোনা সংক্রমণের ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তার জন্য মিউটেশনের পরে তৈরি হওয়া নতুন নতুন স্ট্রেনকেই দায়ী করছেন তাঁরা।
আমেরিকার ‘সেন্টারস ফর ডিজিজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি) জানিয়েছে, দেশের ৪৫টি প্রদেশে সম্প্রতি ১৮৮০টি করোনা সংক্রমণের খোঁজ মিলেছে, যার পিছনে রয়েছে করোনার ব্রিটেন স্ট্রেন। ইউনিভার্সিটি অব ওয়াশিংটন এবং ফ্রেড হাচিনসন ক্যানসার রিসার্চ সেন্টারের বিশেষজ্ঞা ট্রেভর বেডফোর্ডের আশঙ্কা, এপ্রিল থেকে মে মাসের মধ্যেই সংক্রমণের নতুন ঢেউ আছড়ে পড়তে চলেছে।
তা হলে উপায়? বিশেষজ্ঞদের মতে, দ্রুত টিকাকরণ পর্ব শেষ করে ফেলাই একমাত্র পথ। বেডফোর্ডের মতে, টিকাকরণের পাশাপাশি মাস্ক পরা, সামাজিক মেলামেশা বন্ধ রাখা, শারীরিক দূরত্ববিধি মেনে চলার মতো বিষয়গুলি কঠোর ভাবে পালন করতে হবে। তবে তাতেও কাজের-কাজ কতটা হবে, সে বিষয়ে বেডফোর্ডের সন্দেহ রয়েছে।