প্রণব ভট্রাচার্য্য
কমিউনিটি রেডিও সম্প্রচার-র মাধ্যমে বাংলাদেশের উপকুলবর্তী এলাকা ছাড়াও শহর ও গ্রামের অপেক্ষাকৃত নিম্নাঞ্চলের মানুষকে কোভিড-১৯ মহামারির আতঙ্ক থেকে সাধারণ মানুষজনকে সতর্কবার্তাসহ বিভিন্ন সহায়তা দেয়ার প্রশংসনিয় অবদান রাখায় ‘বাংলাদেশ কোভিড-১৯: কমিউনিটি রেডিও সম্প্রচার বিষয়ক’ উদ্যোগ জাতিসংঘের তথ্য সমাজ বিষয়ক বিশ্ব সম্মেলন -২০২১-এ বিশ্বসেরা মঞ্চ লাভ করেছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এ্যান্ড কমিউনিকেশন-র প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান। সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন-র সদর দপ্তর থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এ্যান্ড কমিউনিকেশন-কে এই পুরষ্কার দেয়া হয়।
প্রসঙ্গত, এ এইচ এম বজলুর রহমান ২০১৬ সালেও বিজয়ী হিসেবে পুরষ্কার অর্জন করেন, এছাড়া ২০১৭, ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে চ্যাম্পিয়ন হিসেবে সম্মাননা লাভ করেন। বাংলাদেশের কমিউনিটি মিডিয়ায় গ্রামীণ কন্ঠহীন জনগোষ্ঠীর কন্ঠ শক্তিশালী করা ও তাদের ক্ষমতায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করা ছাড়াও জোরালো নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই ওই সব পুরস্কার অর্জন করেন।
২০২১ সালে বিশ্বব্যাপী অংশগ্রহণকারীদের মধ্য থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন বিষয়ক ১২৭০ টি উদ্যোগ স্থান পায়, তার মধ্যে মনোনীত ৩৬০ টি উদ্যোগের ওপর জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটির মতামত এবং ১৩ লক্ষ ভোটা-ভুটির ওপর ব্যাপক পর্যালোচনা এবং প্রকল্পসমূহ জন-জীবনে প্রভাব বিস্তার করে এমন ৯০ টি উদ্যোগকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেন।
এ এইচ এম বজলুর রহমান, জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি ও জাতিসংঘের ইকোনোমিক এন্ড সোশ্যাল কাউন্সিল-এর বিশেষ পরামর্শক। কমিউনিটি মিডিয়াসহ অন্যান্য গণমাধ্যমের পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় রেখে গণমাধ্যমের জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু নিয়ে গণমাধ্যমের উন্নয়নের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় যথে্ষ্ট ভমিকা রাখা ছাড়াও বাংলাদেশে এনজিও সেক্টরেও যথেষ্ট পরিমান কৃতিত্ব-র ছাপ রেখেছেন এ এইচ এম বজলুর রহমান।