কবি নজরুল ছিলেন সাম্যবাদী- প্রেমিক ও সম্প্রীতির মূর্ত প্রতীক, এনাআরবি-র নিউজ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা
নিজস্ব প্রতিবেদক
কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা রচনার এক শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে কলকাতায় স্মরণ অনুষ্ঠানর আয়োজন করেছে এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকম। বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্রোহী কবিতার রচনাস্থল ৩/৪ তালতলা লেইনে কবির প্রতিকৃতিতে মাল্যদান, মোমবাতি প্রজ্বলণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনআরবি নিউজের আবাসিক সম্পাদক সাহানারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নতুন গতি সম্পাদক ইমদাদুল হক নূর, আত্মজন সম্পাদক সাংবাদিক আব্দুল কাইউম, শুভ্রকান্তি ভট্টাচার্য, মেরি সোম ঘোষ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি নজরুল ছিলেন সাম্যবাদী, প্রেমিক ও সম্প্রীতির মূর্ত প্রতীক। তাঁর সৃষ্টির শতবর্ষ পরেও বাংলা ভাষাভাষি সাহিত্য-সংস্কৃতি প্রিয় নজরুল অনুরাগী মানুষ নত মস্তকে গভীর শ্রদ্ধায়, ভালবাসায় হৃদয় উৎসারিত আত্মিকতার সঙ্গে স্মরণ করে। বিদ্রোহী কবিতা প্রকাশের ১০০ বছর উপলক্ষ্যে কবি নজরুলকে নিয়ে স্বরচিত কবিতা ও সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শুভ্রকান্তি ভট্টাচার্য। নৃত্য পরিবেশন করে নৃত্য স্পন্দন কলা কেন্দ্রের শিল্পী মেরি সোম ঘোষ, শ্রীপর্ণা সরদার প্রমুখ।
বিদ্রোহী কবিতার শতবর্ষ উপলক্ষ্যে দেড় বছর ধরে অনলাইনে ধারাবাহিক অনুষ্ঠান করছে এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকম। নজরুলের কালজয়ী কবিতা বিদ্রোহী পাঠে নতুন প্রজন্মকে আরও বেশি উৎসাহিত করতে ধারাবাহিকভাবে এই অনুষ্ঠান ফেসবুক ও ইউটিউবে একযোগে সরাসরি প্রচারিত হচ্ছে।
এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকম ৮ বছর আগে সারা বিশ্বের বাঙালিদের শেকড়ের সাথে যুক্ত করতে অনলাইন সম্প্রচার শুরু করে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সৌদি আরব, বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী শিল্পীদের নিয়ে বাংলা সংস্কৃতি বিকাশে কাজ করছে।