ভিওসি রিপোর্ট

দিল্লি, ২৬ জানুয়ারী : ভারতের রাজধানীতে কৃষক আন্দোলন এখন অন্য মাত্রায় পৌছেছে। মঙ্গলবার ট্রাক্টর নিয়ে কৃষকদের মিছিল ছিল পূর্ব ঘোষিত, হঠাৎ-ই এই ট্রাক্টর মিছিল হিংসাত্মক হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় ট্র্যাক্টর উলটে মৃত্যু হয় এক কৃষকের।

এ ব্যাপারে বিক্ষোভরত কৃষকদের অভিযোগ, পুলিশ নাকি তাদের উপর গুলি চালিয়েছে।  মঙ্গলবার দুপুরে মধ্য দিল্লির আইটিওতে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ শুরু হয়। ব্যারিকেড ভেঙে ইন্ডিয়া গেট এবং লালকেল্লার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন  কৃষকরা। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ছোড়া হয় পাথর। বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে  কাঁদানে গ্যাসের শেল ফাটাটে  হয় ।আন্দোলনের মাঝেই মিন্টো রোডের কাছে ট্র্যাক্টর উল্টে একজন বিক্ষোভরত কৃষকের মৃত্যু ঘটে।তার দেহ ট্র্যাক্টরের নীচে চাপা পড়ে থাকে। কৃষকের মরদেহ জাতীয় পতাকায় জড়িয়ে ঘটনাস্থলের  চারপাশে বসে থাকে বিক্ষোভকারীরা।

এদিকে, কড়া নিরাপত্তা সত্ত্বেও গেট ভেঙে লালকেল্লার ভিতরে ঢুকে পড়েছেন বিক্ষোভকারী কৃষকরা। প্রথমে এক বিক্ষোভকারী লালকেল্লার গম্বুজের উপর কৃষক সংগঠনের পতাকা উড়িয়ে দেন। লালকেল্লার সামনের দিকের খুঁটিতেও উড়িয়ে দেওয়া হয় পতাকা। তাতে আরও উৎসাহিত হয়ে পড়েন বিক্ষোভকারীরা। হুড়মুড়িয়ে লালকেল্লার ভিতরে ঢুকতে শুরু করেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লালকেল্লার বাইরে লাঠিচার্জ করে পুলিশ। এখনও লালকেল্লায় উড়ছে আন্দোলনকারীদের ওড়ানো পতাকা।