পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের দু বারের বিধায়ক শিউলি শাহা এবার প্রথম মন্ত্রী হয়ে প্রথম কেশপুরে পা দেওয়ায়। কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী, সমাপ্তি ঘোষ, মোহাম্মদ রফিক ও সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।
                     
এইদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেষ্টপুরে একাধিক প্রকল্পের ছিলাম মাসের আশ্বাস দিলেন দু’বারের বিধায়িকা তথা নগর ও অঞ্চল দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি শাহা।
তিনি বলেন প্রত্যেক বছর বন্যার সময় অনেক সমস্যায় ভুগতে হয় কেশপুর বাসীকে পাশাপাশি চাষাবাদ থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত হয় একাধিক ঘরবাড়ি এবং রাস্তাঘাট, একাধিক জায়গায় রাস্তাঘাটসহ বেশকিছু ব্রিজ তৈরি করার আশ্বাস দেন শিউলি শাহা।
                       
পাশাপাশি কেষ্টপুরে মহিলা কলেজ তৈরি করার ভাবনা রয়েছে এমনটাই জানান শিউলি শাহা, পাশাপাশি স্বাস্থ্যের পরিকাঠামো আরও উন্নত করার বার্তা দেন তিনি, অন্যদিকে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়েও কার্যত বিজেপি সরকারকে নিশানা করেন।
তিনি বলেন বিজেপি সরকার আশ্বাস দিলেও তৈরি করা হয়নি মাস্টার প্ল্যান, তবে সেই দিকেই আমাদের সরকার নজর রেখেছে, পাশাপাশি বেকারত্ব দূরীকরণ নিয়েও এদিন তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে আশ্বাস দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করেছেন।
                     
এই মহামারী ভাইরাস এর প্রাক্কালে সমস্ত সরকারি দপ্তরের কর্মীদের ঠিক সময়ে বেতনসহ সারা রাজ্যবাসীর উপর নজর রেখেছিলেন তিনি, যেহেতু কেষ্টপুর এলাকায় কৃষি প্রধান এলাকা হিসেবে চিহ্নিত সেহেতু কৃষির থেকেও অনেক কিছু ভাবনাচিন্তা রয়েছে এমনটাই জানালেন তিনি।
তবে এই দিন বিধায়ক তথা মন্ত্রী কে কাছে পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল কর্মী সমর্থকরা। :- শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর