গোলাপি বলের টেস্টে প্রথম দিন ইংল্যান্ড দলকে বিপাকে ফেললেন অক্ষর পটেল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (মোতেরা) ১১২ রানে ইংল্যান্ড দলকে ফিরিয়ে দেওয়ার মূল কাণ্ডারি ছিলেন গুজরাতের ঘরের ছেলে। জীবনের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিলেন অক্ষর, সেই ম্যাচেও ৫ উইকেট নিলেন তিনি।

গুজরাতের নদিয়াদে জন্ম অক্ষরের। ব্যাট এবং বলে সমান পারদর্শী অক্ষর যেমন উইকেট নিতে পারতেন, তেমনই দ্রুত রানও তুলে দিতেন। বাঁ হাতে তাঁর এই দক্ষতার কারণে ছোটবেলায় ‘জয়সূর্য’ বলে ডাকা হতো অক্ষরকে। ছোটবেলা থেকে ক্রিকেট খেললেও খুব মসৃণ ছিল না তাঁর ক্রিকেট যাত্রা। অক্ষরের বাবা রাজেশ পটেল ছেলেকে ক্রিকেট খেলতে দিতেন সুস্থ রাখার জন্য। ছেলে যাতে অন্যদের মতো সময় নষ্ট না করে সেই জন্যই ক্রিকেট খেলতে দিতেন তিনি।

এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজেশ বলেন, “ওর কোচকে বলেছিলাম কেমন খেলছে সেই নিয়ে ভাবতে হবে না। ওকে এত দৌড় করান যেন বাড়ি এসে হাঁপিয়ে যায়। কিন্তু প্রথমে স্কুলের হয়ে, পরে অনূর্ধ্ব-১৬ দলের হয়ে খেলতে শুরু করে অক্ষর। এই ভাবেই শুরু হয় ওর ক্রিকেট জীবন।”