নিজস্ব প্রতিনিধি, আগরতলা
ভারতের ত্রিপুরা রাজ্যে চারটি উপনির্বাচনে একটি আসনেও জিততে পারেনি তৃণমূল কংগ্রেস। তিনটি আসনে বিজেপি জয়ী হয়েছে। যদিও এই জয়েও কাটা হয়ে বিঁধে থাকলো আগরতলা আসনটি। আগরতলা আসনে কংগ্রেসের সুদীপ রায় বর্মণ আগরতলায় বিজেপি প্রার্থীকে তিন হাজারেরও বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছেন।ত্রিপুরার উপনির্বাচনে গেরুয়া প্রতাপের মাঝেও পদ্মে কাঁটা আগরতলায়। এই কেন্দ্র থেকে জয় পেয়ে ত্রিপুরায় ফের খাতা খুলতে পারলো কংগ্রেস। খাস রাজধানীতেই জয় পেয়েছেন কংগ্রেসের প্রার্থী সুদীপ রায়বর্মন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে ৩ হাজার ১৬৩ ভোটে হারিয়ে জয়ী সুদীপ।
উপনির্বাচনে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।ফল ঘোষণার পর কংগ্রেসের জয়ী প্রার্থী সুদীপ রায়বর্মনেরমুখ্যমন্ত্রী মানিক সাহা। এই ছবির কিছু সময় পরেই বদলে যায় পরিস্থিতি। আগরতলায় কংগ্রেস কার্যালয়ে বেপরোয়া হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কংগ্রেসের সদর কার্যালয়ে ঢুঁকে ইট, লাঠি, বাঁশ নিয়ে হামলা করে বিজেপি সমর্থকরা। ইটের ঘায়ে রক্তাক্ত হয় প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। দুই পক্ষের এই গন্ডগোলের খবর পেয়ে এলাকায় পুলিশবাহিনী পৌছেও উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খায়। নির্বাচনে পরাজয় মেনে নিতে না পেরেই বিজেপি তাঁদের কার্যালয়ে হামলা চলিয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। যদিও ব্যাপারে প্রতিক্রিয়া মেলেনি গেরুয়া শিবিরের তরফে।
আগরতলায় কংগ্রেস প্রার্থী জয়ের পর সুদীপ রায় বর্মণ তাঁর এই জয়কে আগরতলার মানুষের জন্যই উৎসর্গ করেছেন । অন্যদিকে, টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। সহজ জয় পেয়েছেন মানিকও। ৬ হাজার ১০৬ ভোটে জয়ী হয়েছেন তিনি। কিন্তু ত্রিপুরায় তৃণমূলের চার প্রাথীর্ কেউই জয়ী হতে পারননি।