নিজস্ব প্রতিনিধি
সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-র এক্তিয়ার বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দোপাধ্যায়ের অভিযোগ, বঙ্গে বিএসএফ -র এক্তিয়ার বৃদ্ধি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী।
মমতা বন্দোপাধ্যায় বলেন, বিএসএফ আমাদের শত্রু নয়। আমি সমস্ত এজেন্সিকে সম্মান করি। কিন্তু বি্সএসএফ ক্ষমতা বৃদ্ধি রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থায় হস্তক্ষেপ করা হয়। মমতা বলেন ‘সীমান্ত সুরক্ষার স্বার্থে এবং দেশের ভালোর জন্য বিএসএফ -কে সাহায্যে করতে প্রস্তুত রাজ্য। কিন্তু এই ক্ষমতা বৃদ্ধি করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অযথা নষ্ট করারই সামিল। আপনারা ওই নির্দেশ তুলে নিন।” এদিনের বৈঠকে ত্রিপুরা ইস্যুতেও নরেন্দ্র মোদীর কাছে একরাশ ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দোপাধ্যায়। ত্রিপুরায় তৃণমূল কর্মীদের উপর হামলা ও গ্রেফতার করা হচ্ছে, মারধর করা হচ্ছে বলে বিপ্লব দেব প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন।
সম্প্রতি সীমান্তে বিএসএফ-এর এক্তিয়ার বাড়িয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হয়েছে বিএসএ্ফ-এর এক্তিয়ার। এর বিরোধিতা করে আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । কেন্দ্রের ওই সিদ্ধান্তের বিরোধিতায় ইতোমধ্যে রাজ্য বিধানসভায় প্রস্তাবও পাস হয়েছে । সরব হয়েছেন মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে অপর্ণা সেনের মতো বিশিষ্টরাও