নিউটাউনকাণ্ডে এবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নাম জড়ালো। গতকাল জানানো হয়েছিল ভারত কুমার ওরফে সুমিত কুমার যে সিম দিয়ে দালালদের ফোন করেছিল, সেটি পিংলার পশ্চিম রামপুরা গ্রামের বাসিন্দা
আকাশ পাল নামে এক ব্যক্তির নামে
সিম কার্ড তোলা হয়েছিল ১৭ মে। সেইসঙ্গে একটি নতুন মোবাইল কেনা হয়েছিল। যার নম্বর ইতিমধ্যে তদন্তের স্বার্থে পুরো জানানো হচ্ছে না।
যদিও পিংলা থানার সূত্রের খবর, এই দুই নামে পিংলার রামপুরা এলাকায় কোনো বাসিন্দা নেই। তাহলে এদের নামের আধার কার্ড এলো কোথা থেকে তা নিয়ে ধন্দে পুলিশ। এলাকার পঞ্চায়েত সদস্যাও জানিয়েছেন এই নামে এলাকায় কোনো বাসিন্দা নেই।