স্টাফ রিপোর্টার
কলকাতা : আগামী ২ রা এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা ওই তারিখ মতো হচ্ছেনা, এমনই খবর সরকারী সূত্রের। সূত্রে জানা যাচ্ছে, উচ্চ- মাধ্যমিক পরীক্ষার সূচিতে পরিবর্তন করা হচ্ছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়, এপ্রিলে, উচ্চমাধ্যমিক যে তারিখ শুরু হওয়ার কথা ছিল সেদিন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হওয়ার কারণে ওইদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু করা সম্ভব হচ্ছেনা।
বুধবার কেন্দ্রের পক্ষ থেকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে।এরপরই উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি বদলের ঘোষণা করা হলো। আগামী ২ রা এপ্রিল থেকে রাজ্যজুড়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সেই পরীক্ষার সূচি বদলাতে আগামী সপ্তাহের বৈঠক বসবে, সেই বৈঠকেই উচ্চমাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হবে ।
এদিন কেন্দ্রের পক্ষ থেকে জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার ঘোষণা অনুযয়ী য ১৬ থেকে ২১ সে এপ্রিল অনুষ্ঠিত হবে JEE । কেন্দ্রের নোটিফিকেশনের পর রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নবান্নে বৈঠক করেছিলেন উচ্চমাধ্যমিক পরীক্ষার বিষয় নিয়ে। ওই বৈঠকের পর জানানো হয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচিতে বদল ঘটানো হচ্ছে। নতুন সূচি প্রকাশ করা হবে আগামী সপ্তাহে।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় রাজ্যের বহু শিক্ষার্থী অংশগ্রহণ করবে। তাই উচ্চমাধ্যমিক ও জয়েন্ট এন্ট্রান্স দুটি পরীক্ষা যদি একসঙ্গে চললে সমস্যায় পড়বে পরীক্ষার্থীরা। এ কারণেই উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ বদলের সিদ্ধান্ত নিলো রাজ্য প্রশাসন।