স্টাফ রিপোর্টার

বাংলা রেডিমেড গার্মেন্টসে ম্যানুফ্যাকচারার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এক্সপো হবে বিশ্ববাংলা প্রাঙ্গনে

বাংলা একসময় ছিল পৃথিবীর সেরা বস্ত্র উৎপাদক অঞ্চল। ইদানীং বাংলা আবার ঘুরে দাঁড়াচ্ছে। শুধু মেটিয়াবুরুজের পাঁচ লাখ ওস্তাগর ও কর্মী বছরে ২৫ হাজার কোটি টাকার ব্যবসা দেয়। মেটিয়াবুরুজের বস্ত্র ও ফ্যাশন এখন ভারতে এক নাম। তার কিছুটা তুলে ধরতে পঞ্চম গার্মেন্টস এক্সপো হচ্ছে বিজ্ঞান নগরীর পাশে মিলন মেলা তথা বিশ্ববাংলা প্রাঙ্গণে। ৩০ জুন বেলা একটায় মেলার উদ্বোধন করবেন কলকাতার মাননীয় মহানাগরিক ও পরিবহণ, নগরোন্নয়ন ও পৌর দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত থাকবেন রাজীব সিনহা, ত্রিদিব চট্টোপাধ্যায়, শামসুর আরিফ সহ দেশ-বিদেশের অতিথিরা।

তথ্য  সূত্রঃ সংস্থার সম্পাদক আলমগীর ফকির স্বাক্ষরিত প্রেসরিলিজ।