বাংলাদেশ প্রতিনিধি 

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত ‌‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উপলক্ষ্যে ঢাকায় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৬ জানুয়ারী বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, রেলি এবং বিকেলে নজরুল একাডেমী মিলনায়তনে আলোচনাসভা ও গুণীজনদের সম্মাননা জানানো হয়। নজরুল একাডেমী ও এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকম যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও নজরুল একাডেমীর জীবন সদস্য মসয়ূদ মান্নান এনডিসি। স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক  মুক্তিযোদ্ধা মিন্টু রহমান। আলোচনা করেন ম. মীজানুর রহমান, আবদুল মুকীত চৌধুরী প্রমুখ। সভাপতির বক্তব্য রাখেন নজরুল একাডেমীর সহ-সভাপতি মো. আবদুল হান্নান। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর সদ্য বিদায়ী উপাচার্য ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকাপ্রকাশ-এর প্রধান সম্পাদক মোস্তফা কামাল, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভ্যাটারন্সের সভাপতি গোলাম মোস্তফা খান মিরাজ। ২য় পর্বে স্বাগত বক্তব্য রাখেন এনআরবি নিউজ টোয়েন্টিফর ডটকম-এর সম্পাদক ওমর আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র সাংবাদিক শামীমা চৌধুরী, সঙ্গীত শিল্পী সিদ্দিকা সরকার ও আবৃত্তি শিল্পী রোখসানা ইমাম।

অনুষ্ঠানে নজরুল একাডেমীর সাধারন সম্পাদক  মুক্তিযোদ্ধা মিন্টু রহমানকে প্রায় অর্ধশত বছর ধরে কবি নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে গবেষণা, প্রচার ও প্রসারে অবিস্মরণীয় অবদানের জন্য ‘আজীবন সম্মাননা’ জানায় এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকম। বিশেষ সম্মাননা জানানো হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডঃ এ এইচ এম মোস্তাফিজুর রহমান, পশ্চিমবঙ্গে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় স্থাপনে অবদানের জন্য নলেজ সিটির চেয়ারম্যান ড. আবদুর রব, সাবেক সচিব ছড়াকার ফারুক হোসেন, ঢাকা প্রকাশ এর প্রধান সম্পাদক কথা সাহিত্যিক মোস্তফা কামাল এবং নজরুলের কবিতায় অনুপ্রাণিত হয়ে ২১ বছর ধরে বাংলাদেশের পতাকা হাতে ১৫০টি রাষ্ট্র ভ্রমণকারী নাজমুন নাহারকে।
কবি নজরুলের সৃষ্টিকর্ম ব্যাপক প্রসারে ‘শুভেচ্ছা দূত’ করা হয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশ লিবারেশন ওয়ার ভ্যাটারন্সের সভাপতি  মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডঃ মোঃ নজরুল ইসলাম, এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ মোঃ আবদুল বারী এবং ন্যাশনাল ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এইচআর শেখ আখতার উদ্দন আহমেদকে।

উল্লেখ্য, বিগত দেড় বছর ধরে এনআরবি নিউজে ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে অনুষ্ঠান ‘শতবর্ষে বিদ্রোহী’। অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনার জন্য সেরা সংগঠক হিসেবে হিসেবে এনআরবি নিউজের পরিচালক ডাঃ কাজী মাসুদুর রহমান, আবাসিক সম্পাদক সাহানারা খাতুন এবং নজরুল একাডেমীর প্রচার সম্পাদক রেজা মতিনকে সম্মাননা জানানো হয়। নজরুল অনুরাগী হিসেবে সম্মাননা পেয়েছেন অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ গ্রহণকারী সাংবাদিক সুখদেব কুমার সানা, কবি মাহমুদ মৌসুম, কবি মোখলেস মুকুল, কবি এ কে এম সাঈদ হোসেন, কবি মণিকা রায় ও ডাঃ সুপ্রীতি ভট্টাচার্য। এছাড়া ধারাবাহিকে অংশগ্রহণকারী শিশুদের আবৃত্তির জন্য শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, ১৯২২ সালের ৬ জানুয়ারী সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশিত হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রভাববিস্তারী কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’। গত একশ বছরে বহু আন্দোলন সংগ্রামে এই ‘বিদ্রোহী’ কবিতা বাঙালিকে অনুপ্রেরণা যুগিয়েছে।