বেনাপোল-পেট্টাপোল চেকপোস্ট দিয়ে মাল্টিপোল ভিসায় পূর্বের নিয়মেই ভারতে যাচ্ছেন  বাংলাদেশী যাত্রীরা । 

এম এ রহিম, বেনাপোল প্রতিনিধি

বেনাপোল সিমান্ত (বাংলাদেশ) :  ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন রবিবার সকালে তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি বিবৃতি জারী করে জানায়, ভ্রমণ ভিসায় বাংলাদেশীদের ভারত ভ্রমণে সরকার নতুন করে কোন সিদ্ধান্ত/ নির্দেশনা জারী করেনি, সে ক্ষেত্রে ‌আগের নিয়মই বহাল রয়েছে। তাই ভারত ভ্রমণে বাংলাদেশী ভ্রমণকারীদের মাল্টিপোল ভিসা সংক্রান্ত তিনমাস পরে ভ্রমণে কোন ধরনের বাধা নেই । এই বিবৃতিজারীর পরে  রবিবার দুপুর থেকে মাল্টিপোল ভিসায় ভারত গমণে বাধা দেয়নি  পেট্টাপোল ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (২ জুলাই) কোন কারন ছাড়াই বাংলাদেশী যাত্রীদের পেট্টাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ দ্বিতীয়বার ৩মাসের মধ্যে ভ্রমণ ভিসায় ভারত গমণে নিয়ম নেই জানিয়ে শনিবার ভ্রমণকারীদের ভারতে প্রবেশে অনুমতি দেয়নি। ফলে ভারত থেকে ফিরে এসেছেন ভুক্তভোগী অনেক যাত্রী। কলকাতা ও বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে  ভুক্তভোগীদের সাক্ষ্যাৎকার সম্বলিত খবর প্রকাশিত হওয়ায় পর বিষয়টি ঢাকাস্থ  ভারতীয় হাইকমিশনের নজরে আসে। ফলে দু’দেশের মধ্যে সোহার্দ্য সম্প্রীতি ও বন্ধুত্বর বিষয়টি উপর গুরুত্ব দিয়ে হাইকমিশন জানায়, এ ব্যাপারে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে। হাইকমিশনের এই বার্তায় মাল্টিপোল ভ্রমণ ভিসা ক্রান্ত ভুল বোঝা-বুঝির অবসান হয়েছে।  এসব ব্যাপারে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন-র  ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ বলেন,শনিবারের বিষয়টি সুরাহা হয়েছে। রবিবার ভ্রমণ ভিসায় সব যাত্রী ভারতে গেছে। কোন যাত্রীকে ফেরৎ পাঠায়নি পেট্রাপোল ইমিগ্রেশন ।

বিষয়টি যেভাবে জটিল হচ্ছিল বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ত্বরিৎ হ্স্তক্ষেপে  তা সহজে নিরসন হওয়ায় রাজু আহম্মেদ ধন্যবাদ জানিয়েছেন ভারত সরকারকে।