নিজস্ব প্রতিবেদন

মণিপুরে সেনা ক্যাম্পের কাছে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে।

ভূমিধসের পর মণিপুর সরকার উদ্ধার কাজ শুরু করেছে।

মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ভূমিধসের বিষয়ে খোঁজখবর নিতে জরুরি বৈঠক ডেকেছেন

মণিপুরের ননি জেলায় এই ভূমিধসের ঘটনা ঘটেছে।

টুপুল রেলওয়ে স্টেশনের কাছে ভারতীয় সেনাবাহিনীর ১০৭ টেরিটোরিয়াল আর্মির একটি ক্যাম্প ছিল।

ল্যান্ড স্লাইডে ওই স্থানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। টেরিটোরিয়াল আর্মি  তাদের র দু’জন জওয়ানের  মৃত্যুর খবর ছাড়া আরও ২০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ।

এক শিশুসহ পাঁচজন নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছেন গ্রামবাসীরা। এর পাশাপাশি রেলওয়ের কর্মীরাও নিখোঁজ রয়েছেন ৬-৭ জন। সব মিলিয়ে নিখোঁজের সংখ্যা ৪৫ জন।

বর্তমানে সেখানে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। মুখ্যমন্ত্রী বীরেন সিং জানিয়েছেন, এলাকায় অ্যাম্বুলেন্স ও চিকিৎসক দল  পাঠানো হয়েছে।