২৫ জুন : বিশ্ব মহামারীর বিরুদ্ধে ভারত আরও একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করেছে। দেশে আজ দৈনিক ভিত্তিতে করোনায় আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন হয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় ২৩৭ দিন পর নতুন আক্রান্তের সংখ্যা ৯,১০২।মৃত্যু হয়েছে ১১৭ জন ।
কেন্দ্রীয় সরকারের সুস্থায়ী পরিকল্পনা এবং সক্রিয় কৌশল গ্রহণের ফলে দৈনিক আক্রান্তের সংখ্যা লাগাতার কমছে। একইভাবে দৈনিক মৃত্যুর সংখ্যাও ক্রমশ নিম্নমুখী। দেশে ৮ মাস ৯ দিন পর গত ২৪ ঘন্টায় করোনা জনিত কারণে মৃত্যু হয়েছে ১১৭ জনের। এদদিকে কভিড প্রতিরোধে দেশে মঙ্গলবার পর্যন্ত কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির আওতায় মোট ২০ লক্ষ ২৩ হাজার ৮০৯ জন সুফলভোগীকে টিকা দেওয়া হয়েছে।
দেশে গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৭৬৪টি পর্বে ৪ লক্ষ ৮ হাজার ৩০৫ জনকে টিকা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত মোট ৩৬ হাজার ৩৭৮টি টিকাকরণ পর্ব আয়োজিত হয়েছে।
দেশে আজ মোট সুস্থতার সংখ্যা আরও বেড়ে হয়েছে ১ কোটি ৩ লক্ষ ৪৫ হাজার ৯৮৫। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.৯০ শতাংশ। একইভাবে সুস্থতার সংখ্যা ও সুস্পষ্টভাবে আক্রান্তের মধ্যে ফারাক লাগাতার বেড়ে আজ দাঁড়িয়েছে ১ কোটি ১ লক্ষ ৬৮ হাজার ৭১৯। দেশে গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৯০১ জন সুস্থ হয়েছেন। এরমধ্যে ৮৩.৬৮ শতাংশই সুস্থ হয়েছেন ৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। কেরালা থেকে একদিনেই সর্বাধিক ৫ হাজার ৬০৬ জন সুস্থ হয়েছেন। মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮০ জন। কর্ণাটকে একদিনেই আরোগ্য লাভ করেছেন ১ হাজার ৩৬ জন।
গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্তদের ৮১.৭৬ শতাংশই ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। কেরালা থেকে সর্বাধিক ৩ হাজার ২৬১ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৪২। অন্যদিকে তামিলনাড়ুতে গতকাল আক্রান্ত হয়েছেন আরও ৫৪০ জন। দেশে গত ২৪ ঘন্টায় করোনা জনিত কারণে ১১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৬৩.২৫ শতাংশই মারা গেছেন ৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। মহারাষ্ট্রে সর্বাধিক ৩০ জনের মৃত্যু হয়েছে। কেরালায় মারা গেছেন ১৭ জন। অন্যদিকে ছত্তিশগড়ে মৃত্যু হয়েছে ১৩ জনের।এ ব্যাপারে করন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবোধন বলেছেন, ভারতে প্রতি ১০ লক্ষে করোনায় মৃত্যুর সংখ্যা বিশ্বে অন্যতম সর্বনিম্ন (১১১)।