মাতলুব সভাপতিশোয়েব সহসভাপতি,মতিয়ারপরিচালক নির্বাচিত

বেনাপোল সিমান্ত থেকে এমএ রহিম

বেনাপপল (বাংলাদেশ) :  ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড  ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই)-র  ২০২১-২০২৩  মেয়াদে  নতুন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমদ। রোববার (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তি জারী করে ২০২১-২০২৩ মেয়াদে আইবিসিসিআইয়ের ২৪ সদস্যের পরিচালনা পর্ষদ নির্বাচনের তথ্য জানানো হয়েছে।

নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন এইচএসটিসি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম শোয়েব চৌধুরী এবং ইন্দোফিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার অভিষেক দাস। দুই সহসভাপতিও পুনরায় নির্বাচিত হয়েছেন। নতুন কমিটিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কান্ট্রি হেড প্রকাশ চাঁদ সাবু অনারারি সেক্রেটারি জেনারেল, কোয়ালিটি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক আবদুল ওয়াহেদ অনারারি যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ সিস্টেম টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সুলতান আহমেদ অনারারি কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

পরিচালনা পর্ষদের অন্যন্য  সদস্যরা হলেন, ফতুল্লা ইস্ফাত রিরোলিং মিলসের পরিচালক  মোহাম্মদ আলী, সি আট এ কে খান লিমিটেডে-র   ভেনুগোপাল  নাম্বিকেরিল চেল্লাপ্লান পিল্লাহ,  বি আর স্পিনিং মিলসের আলহাজ মো: বজলুররহমান, বেনাপোল সারথি এন্টারপ্রইজে-র মতিয়াররহমান, এম একে এস এ্যাটোয়ার্সেওফার খুন্দা জাবিন খান, ম্যারিকো বাংলাদেশের আশীষ গোপাল, টাটা মটরসের মধু পিসিং মব্রিওয়ার্কস ডেভলপ্টমেন্টে-র লিয়াকত আলী ভূইয়া, এশিয়ান পেইন্টসের রিতেশ দোশি, রহমান শিপিং লাইনসে-র  মশিউররহমান, মহিন্দ্রা ও মহিন্দ্রা লিমিটেডের রবিন কুমার দাস, দ্যা হিমালয়া ড্রাগ কোম্পানী-র শ্রীকান্ত আইয়ার, আয়ন এক্সচেঞ্জ ‌এনভ্য়ারমেন্ট ম্যানেজমেন্ট বিডির জুলফিকার আলী শেখ, এইচ এম সি এল নিলয় বাংলাদশের নগেন্দ্র দ্বিবেদী, ইয়ারটাচে-র মাওলা নাইয়া কুব শারাফতি, এজিয়ন ল্যাবরেটরীজে-র অজিতকুমার, সান ফার্মাসিউটিক্যাল  লিমিটেডে-র  সঞ্জয় বসু, গালফ ওরিয়েন্টের সি ও য়েজে-র  এস কে মাহফুজ  হামিদ প্রমুখ।

দু’দেশের মথ্যে আমদানি রফতানি বানিজ্য সম্প্রসারণ সহ অর্থনীতি প্রবৃদ্ধিতে এই নতুন কমিটি  বিশেষ ভুমিকা রাখবে বলেও  তথ্য বিবরনীতে উল্লেখ করা হয়েছে।

নির্বাচিন  কমিটিরপরিচালনা পরিষদের নেতা মতিয়াররহমান বলেন, ব্যাবসায়িদের সেবা ও দেশজাতির কল্যানে  আগের মতই কাজ করবে  আই বি সি সি আই-র নয়া কমিটি।