ভিওসিরিপোর্ট
নতুন দিল্লি ২১ ফেব্রুয়ারি ২০২১: মাতৃভাষার ব্যবহারের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা আরও বাড়াতে হবে, বিষয়টি উপলব্ধি করে উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু ২৪টি আঞ্চলিক সংবাদপত্রে নিবন্ধ লেখেন এবং পাশাপাশি ২২টি ভারতীয় ভাষায় ও ইংরেজিতে ট্যুইট করে অভিনব উপায়ে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছেন। পিআইবি সুত্রে এই তথ্য জানানো হয়েছে।
উপরাষ্ট্রপতি রবিবার ট্যুইট করে বলেছেন, ভাষাগত বৈচিত্র্য সর্বদাই আমাদের সভ্যতার আন্যতম একটি ভিত্তিস্তম্ভ। যোগাযোগের মাধ্যম ছাড়াও মাতৃভাষা আমাদেরকে ঐতিহ্যের সঙ্গে যুক্ত করে এবং আমাদের সামাজিক-সাংস্কৃতিক স্বতন্ত্র পরিচয় তৈরি করে।
প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে প্রশাসনিক কাজকর্ম – সব ক্ষেত্রেই আমাদের মাতৃভাষার ব্যবহার অবশ্যই বাড়াতে হবে। নিজেদের ভাষায় চিন্তাভাবনা এবং ধ্যান ধারণার সৃজনশীল প্রকাশের বিষয়টিকে অবশ্যই আমাদের উৎসাহিত করতে হবে।
এম ভেঙ্কাইয়া নাইডু যে ২২টি ভাষায় ট্যুইট করেছেন, সেগুলি হল – বাংলা, তেলেগু, তামিল, হিন্দি, গুজরাটি, কাশ্মীরী, কোঙ্কনী, মারাঠী, ওড়িয়া, ঊর্দু, মালয়ালী, কন্নর, পাঞ্জাবী, নেপালী, অহমিয়া, মনিপুরী, বড়ো, সাঁওতালী, মৈথিলী, ডোগরী এবং সংস্কৃত।
উপরাষ্ট্রপতির রচিত নিবন্ধটি ইংরেজি দৈনিক টাইমস্ অফ ইন্ডিয়ায় প্রকাশের পাশাপাশি আরও ২৪টি ভারতীয় ভাষার সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এই সংবাদপত্রগুলি হলো – দৈনিক জাগরণ (হিন্দি), এনাডু (তেলেগু), দিনাতাঁথি (তামিল), লোকমত (মারাঠী), সমাজ (ওড়িয়া), সিয়াসত (ঊর্দু), আদাব তেলেঙ্গানা (ঊর্দু), অসমিয়া প্রতিদিন (অহমিয়া), নব ভারত টাইমস (মৈথিলী), মাতৃভূমি (মালয়ালী), দিব্য ভাস্কর (গুজরাটি), বর্তমান (বাংলা), ভাঙ্গর ভুঁই (কঙ্কনী), হায়েনী রাদাব (বড়ো), সাঁওতালী এক্সপ্রেস (সাঁওতালী), হিমালি বেলা (নেপালী), হামারো বার্তা (নেপালী), দৈনিক মিরমীরে (নেপালী), হামারো প্রজা শক্তি (নেপালী), হিন্দু (সিন্ধী), জোতি ডোগরি (ডোগরি), ডেইলি খাওয়াত (কাশ্মীরী), ডেইলি সঙ্গরমল (কাশ্মীরী) এবং সুধর্ম (সংস্কৃত)।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শিক্ষা এবং সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে যৌথভাবে আয়োজিত এক ওয়েবিনারে এম ভেঙ্কাইয়া নাইডু ভার্চুয়ালি অংশ নেন। এর আগে ১৬ ফেব্রুয়ারি উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের ৭৭১ জন সদস্যকে চিঠি লিখে মাতৃভাষার প্রসারের জন্য তাদের আহ্বান জানিয়েছিলেন।