কিশোর সরকার, ঢাকা থেকে

ঢাকা, ৭ ডিসেম্বর : বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে পাক হানদার বাহিনীর বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক(বর্তমানে বিকল) ও একটি ৭৫/২৪ মি:মি: মাউন্টেন হাউটজার গান বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত সরকারের কাছে এই-উপহার-(সমর সামগ্রী) বাংলাদেশকে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষেথেকে যশোর ৫৫ পদাতিক ব্যাটলিয়নের লে: কর্নেল আশরাফ আলী ভারতের পেট্টাপোল বন্দর এলাকা থেকে এ ভারী যান ২টি গ্রহণ করেন। এসময় বন্দর উপ-পরিচালক মামুন তরফদারসহ বন্দর ও বিজিবিবি এবং বিএসএফে-র উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপহার হিসেবে পাওয়া ট্যাংকটি বাংলাদেশ জাতীয়জাদুঘর কর্তৃপক্ষের নিকট এবং মাউন্টেন হাউটজার গানটি ঢাকা সেনানিবাসে স্থানন্তর করা হবে।

বিজয়ের মাসে ভারতের দেওয়া এ-উপহার একটি মাইলফলক ও দৃষ্টান্ত স্থাপন করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ইন্ডয়া জার্নালিস্ট ফ্রেন্ডশিপ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি ‘দৈনিক প্রতিদিনের কথা পত্রিকা’-র প্রকাশক সম্পাদক বেনাপোলের মেয়র মো. আশরাফুল আলম (লিটন)। তিনি বলেন, বাঙালী জাতী ও বাংলাদেশ সৃষ্টিতে ভারতের অবদান বাংলাদেশের মানুষ আজীবন স্মরণে রাখবে। আর এ-উপহার পাক-হানদারদের দোসরদের মুক্তিযুদ্ধ চলাকালিন তাদের কু-কীর্তিকে স্মরণ করাবে, মনে করাতে সক্ষম হবে ভারতের সহায়তায় মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে সম্পূর্ণমুক্ত করেছিলেন।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (পরিযান) মামুনকবীর তরফদার জানান, ট্যাংক এবং মাউন্টেন হাউটজার গান বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের তত্তাবাধানে জাতীয় জাদুঘর, শাহবাগ ও ঢাকা সেনানিবাসে পৌছানো হবে।

উল্লেখ্য-এর আগে বেনাপোল চেকপোস্ট দিয়ে মুক্তিযুদ্ধ শেষে ভারতে নিয়ে যাওয়া ৬টি কামান (মুজিবব্যাটারি) উপহার হিসেবে ফেরত দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। এর মধ্যে ২০১১ সালের ২১ জুন ২টি ও ১৯ ডিসেম্বর ৪টি কামান ফেরত দেওয়া হয়। এ ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীকে বিভিন্ন সময়ে দু’দেশের সেনাবাহিনীর বন্ধুত্বের নিদর্শনস্বরুপ প্রশিক্ষিত কুকুর, ঘোড়া ও কম্পিউটার উপহার দিয়েছেন ভারতীয় সেনাবাহিনী।