এম এ রহিম, বেনাপোল প্রতিনিধি
বেনাপোল, বাংলাদেশ: গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ২১ জুলাই দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার গুনারমাঠ গ্রামের কাছে ইছামতি নদীর ধারে আন্তর্জাতিক সীমান্তের সন্দেহজনক এলাকায় অ্যামবুশ করে বিএসএফ-এর ১৫৮ ব্যাটালিয়নের জওয়ানরা।
সন্ধে সাড়ে ৬টার দিকে প্রায় ৭-৮ জন সন্দেহভাজন চোরাকারবারীকে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ইছামতি নদীতে একটি কাঠের নৌকায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে দেখেন জওয়ানরা। তাঁরা এগিয়ে যেতেই মালপত্র ফেলে নদীতে ঝাঁপ দেয় চোরাকারবারীরা, তারপর সাঁতরে বাংলাদেশের দিকে ফিরে যায়।
তল্লাশি চালিয়ে সেখান থেকে ৫টি ব্যাগ উদ্ধার করে বিএসএফ। ওই পাঁচ ব্যাগের মধ্যে মধ্যে ছিল ৩২১টি স্বর্ণের বিস্কুট, ৪টি সোনার বার, ১টি সোনার কয়েন এবং ১টি কাঠের দেশি নৌকা ছাড়াও ৪টি মোবাইল ফোন, প্যাকিং সামগ্রী এবং কয়েকটি বাংলাদেশি সংবাদপত্র উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত সোনা ২৪ ক্যারেটের এবং এর ওজন ৪১.৪৯ কেজি, যার বাজারমূল্য প্রায় ২১.২২ কোটি টাকা বলে জানা গেছে। ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর দ্বারা এটিই সবচেয়ে বড় সোনা আটক বলে বিএসএফ-র আইজি জানান ।