কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাওস্কর মনে করেন, মোতেরায় গোলাপি বলের টেস্টে পার্থক্য গড়ে দিতে পারেন একজনই। তিনি রোহিত শর্মা। দ্বিতীয় দিনের শুরুতে একমাত্র তাঁকে আউট করলেই ম্যাচে ফিরতে পারে ইংল্যান্ড। মোট ১৩ উইকেট পড়া প্রথম দিনের শেষে রোহিত অপরাজিত আছেন ৫৭ রানে। ভারতের রান তিন উইকেটে ৯৯। ইংল্যান্ড এখনও ১৩ রানে এগিয়ে।
গাওস্কর বলেছেন, ‘‘রোহিত যে ভাবে ব্যাট করছে, অজিঙ্ক রাহানের খেলায় যে আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে ইংল্যান্ডের রানকে পিছনে ফেলতে ভারত বদ্ধপরিকর। এমনকি কোনও নৈশপ্রহরীকেও নামাতে হয়নি। অনেকটা এগিয়ে থাকতে পারলে আমার তো মনে হয় ভারতকে চতুর্থ ইনিংসে আর ব্যাট করতে হবে না। তা হলেও অল্প রান তুললেই চলবে।’’ রোহিতকে নিয়ে উচ্ছ্বসিত গাওস্করের মন্তব্য, ‘‘ও ভাল করেই জানে এই রকম পরিস্থিতিতে কী ভাবে খেলতে হবে। সেই চেষ্টাও করছে। রোহিত এমন ধরনের ক্রিকেটার, যাকে চাপে রাখা যায় না। অফ, অন— দু’টি দিকে সমান সাবলীল। ওকে শান্ত রাখা খুব কঠিন।’’ যোগ করেছেন, ‘‘মাত্র ১১২ করা একটা দল রোহিতকে খেলতে দিতে পারে না। ওর উইকেটটাই দরকার ইংল্যান্ডের। যদি কোনও ভাবে দ্বিতীয় দিনের শুরুর দিকে ওকে ইংল্যান্ড ফেরাতে পারে, তা হলে ছবিটা পাল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি বলতে চাই, রোহিতের উইকেটটাই এই টেস্টে পার্থক্য গড়ে দিতে পারে।’’