ভিওসি নিউজ
কলকাতা, ২৭ আগস্ট, ২০২১: মেট্রো রেল ৭টি মেট্রো স্টেশনে ‘স্টেশন ব্র্যান্ডিং’-র অধিকার দিচ্ছে কর্পোরেট হাউসকে । এরমধ্যে রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্যাঙ্ক, বেসরকারি হাসপাতাল, বীমা কোম্পানি ইত্যাদি। ইতিমধ্যে ১৯ আগস্ট ২০২১ তারিখ সংশ্লিষ্ট পোর্টালে (www.ireps.gov.in) টেন্ডার আহবান করা হয় এবং ওই তারিখ থেকেই শুরু হবে এবং টেন্ডারেই বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছ। কর্পোরেট হাউসগুলিকে ওপেন টেন্ডারের মাধ্যমে অংশ নিতে বলা হয়েছে । ব্রান্ডিং দেয়া হবে উত্তর-দক্ষিণ মেট্রোর ৫টি স্টেশন যেমন দমদম, নোয়াপাড়া, বেলগাছিয়া, এসপ্ল্যানে়ড এবং পার্কস্ট্রীট। আর ইস্ট-ওয়েস্ট মেট্রোর রয়েছে বেঙ্গল কেমিকাল এবং শিয়ালদা যা খুব শীঘ্রই চালু হব। ৫ বছরের চুক্তিতে ওই সব স্টেশনগোলোর জন্য ব্র্যান্ডিং রাইট দেওয়া হবে । টেন্ডার-র শেষ তারিখ অর্থাৎ ১৭-৯-২১
দুপুর দেড়টায় বন্ধ হবে।
রেলমন্ত্রকের বরাত দিয়ে পিআইবি জানায়, যে সব কর্পোরেট হাউসগুলি স্টেশনে ব্র্যান্ডিং রাইট পাবে তারা স্টেশনে নামের আগে বা পরে ব্র্যান্ডের নাম ও লোগো ব্যবহার করতে পারবে । স্টেশনগুলির ঢোকা ও বেরোনোর পথে তাদের ব্র্যান্ডের লোগো বা নাম দিতে পারবে । এছাড়াও কর্পোরেট হাউসগুলি প্লাটফর্ম, স্ক্রীনডোর, স্তম্ভ, ঢোকার ও বেরোনোর গেটে সব প্রধান প্রধান জায়গায় (৬টি স্টেশনের১৫-শো বর্গফুট এলাকায়, শুধুমাত্র বেলগাছিয়ায় ৫৩০ বর্গফুট এলাকায়) নিজের ব্র্যান্ডের প্রদর্শন করার জন্য ব্যবহার করতে পারবে । রেলের নিজস্ব চিহ্নিত জায়গায় চলতি বিজ্ঞাপন ব্র্যান্ডিং-এ অসুবিধা না করে ।
এছাড়া কর্পোরেট সংস্থাগুলি স্টেশনগুলির তলগুলির প্রধান প্রধান জায়গায় তাদের কিয়স্ক বসানোর অধিকার পাবে । স্টেশনে ঢোকা-বেরোনোর কাঠামোয়ও ব্র্যান্ডিং করতে পারবে । এটা বলা অপ্রাসঙ্গিক হবে না যে মেট্রো রেল ইতিমধ্যেই যে সব স্টেশনে ব্র্যান্ডিং অধিকার দিয়েছে বিভিন্ন বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান বা সংস্থাকে সেগুলি হল সল্টলেক সেক্টর ফাইভ, সল্টলেক স্টেডিয়াম,করুণাময়ী, শোভা বাজার সুতানুটি, চাঁদনিচক, বরানগর, ফুলবাগান, সিটি সেন্টার স্টেশন ।