নিজস্ব প্রতিবেদন
বরোনা পরিস্থিতির কারণে এবারও কলকাতা আন্তর্জাতিক বইমেলা নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। ওই একই কারণে গত বছরও বইমেলা বাতিল করতে হয়েছিল।
করোনার প্রকোপ কমতে থাকায় এবং বেশিরভাগ নাগরিকের জোড়া কোভিড টিকা হয়ে যাওয়ায় ২০২২ সালে ৩১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ফের করোনা বাড়তে থাকায় বইমেলা আদৌ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, করোনার কারণে ২০২১ সালে বইমেলা হয়নি। ফলে শেষ আন্তর্জাতিক কলকাতা বইমেলা হয়েছিল ২০২০ সালে। এবারে হওয়ার কথা রয়েছে। কিন্তু পরিস্থিতি যে দিকে যাচ্ছে তা নিয়ে সংশয় থাকছেই। আশঙ্কা করা হচ্ছে রাজ্যে করোনার তৃতীয় ঢেউ খুব শিগগিরই শুরু হবে। আর তা হলে সেই ঢেউ বিদায় নিতে কমপক্ষে ছ’সপ্তাহ সময় নেবে। আর এমনটা হলে বইমেলা পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন বইমেলা আয়োজক কমিটি। যদিও শুধু আশঙ্কা প্রকাশই নয়, এখনই এ ব্যাপারে কিছু বলতে চাইছে না বইমেলা কর্তৃপক্ষ। এই বিষয়ে বইমেলার উদ্যোক্তা সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘আমরা সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রাখছি। স্টল বুকি, টেবিল বুকিং প্রায় শেষ। এ বারের কলকলাতা বইমেলা-র থিম বাংলাদেশ। সেই অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে জোরকদমে। আমরা আমাদের পরিকল্পনা মতোই এগোচ্ছি। এখন সরকারী নির্দেশনায় কি আসে তার ওপর নর্ভর করবে বিমেলা হবে কিনা। ’