নিজস্ব প্রতিনিধি
পশ্চিমবঙ্গে বহুল আলোচিত হাওড়া জেলার আমতার বহুল আলোচিত প্রতিবাদী ছাত্রনেতা আনিস খানের মৃত্যু তদন্তে গঠিত হয়েছিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তদন্তভার নেওয়ার পনের দিনের মধ্যেই রিপোর্ট দেওয়ার কথা ছিল সিটের। কিন্তু এখনওপর্যন্ত আনিস খুনের কিনারা করতে পারেনি পুলিশের বিশেষ টীম। এরকম এক পরিস্থিতিতে আজ কলকাতা হাইকোর্টে ওই মামলার শুনানিতে আগামী এক মাসের মধ্যে আনিস হত্যার তদন্ত শেষ করা রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে, আনিস কাণ্ডের তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলছেন আনিস খানের বাবা সালেম খান। শুধু তাই নয় এনিয়ে সর্বরস্তরের মানুষকে সাথে নিয়ে আন্দোলনেও নামবেন বলে তিনি জানিয়েছেন।
সোমবার আনিস হতাকাণ্ডের শুনানিতে আদালতের তরফে বলা হয়, আপাতত এই মামলার তদন্ত পুলিসই করবে। কারও দ্বারা প্রভাবিত না হয়ে তদন্ত করুন। নিজেদের প্রমাণ করার এটাই সঠিক সময়। পুলিসকে আরও একমাস সময়ে দেওয়া হবে। পুলিস যদি ব্যর্থ হয় তাহলে অন্য ব্যবস্থা নেওয়া হবে। মামলায় খুব গুরুত্বপূর্ণ কিছু না ঘটলে বা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেল তদন্তের সময়সীমা বাড়ানো হবে না। পরবর্তী শুনানি হবে ১৮ এপ্রিল।
এদিকে, আদালতের ওই মন্তব্যে হতাশ আনিস খানের বাবা সালেম খান। সংবাদমাধ্যমে তিনি বলেন, পরবর্তী শুনানি হতে আরও একমাস! তাহলে এভাবে কি সময় চাইতে চাইতে আনিস খানের মৃত্যুর তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা কোথায় গেল? তাহলে দিদি কি বিষয়টা চাপা দেওয়ার চেষ্টা করছেন? যারা আনিস খানের বিচার চেয়ে আন্দোলনে নেমেছিলেন তাদের ধন্যবাদ জানাই। এবার আমি তাদের সঙ্গে ছেলের বিচার চাইতে পথে নামব।