নিজস্ব প্রতিবেদন

মুম্বাইতে শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ, ঐক্যবদ্ধ বিরোধীজোটের লক্ষ্যে শিবসেনা এবং শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকসহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে দিল্লির পর মঙ্গলবার মুম্বই সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরসঙ্গী  রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গত বিধানসভা নির্বাচনে জিতে বাংলায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তথা ঘাসফুল শিবিরের সামনে এখন একটাই লক্ষ্য, ২০২৪-র মিশন। যে করেই হোক কেন্দ্র থেকে বিজেপি সরকার তথা মোদিকে সরাতে হবে। ওই জাতীয়  মিশন নিয়ে বিজেপি সরকারের বিরূদ্ধে  বিরোধী দলগুলিকে একজোট হতে একাধিকবার  আহ্বান জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। দিল্লিতেও এই নিয়ে একাধিক বৈঠক করেছেন কংগ্রেসসহ বিরোধীদলগুলোর সাথে। ইতিমধ্যেই ত্রিপুরা, গোয়ার মতো রাজ্যে  বিধানসভা ভোটে লড়ার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। ত্রিপুরায় বিধানসভা ভোটের আগে পুরনির্বাচনেও অংশ নিয়েছে তৃণমুল কংগ্রেস। মেঘালয়েও তৈরি হচ্ছে সংগঠন। এবার  মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ হরিয়ানা রাজ্য। গোয়ার পর এবার হরিয়ানাতেও সাংগঠনিক শক্তি বাড়ানোর কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। হরিয়ানার উন্নয়ন ও সমৃদ্ধিকে লক্ষ্য রেখে তৃণমূল কংগ্রেস পরবর্তী সংগঠন বাড়ানোর কাজ করছে সেখানে। সেইমতো গতকাল তৃণমূলের রাজ্য সভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে মমতা বন্দ্যোপাধ্যায় হরিয়ানার সংগঠনের সার্বিক দায়িত্ব সামলানোর কাজ দিয়েছেন।

কয়েকদিন আগেই হরিয়ানার প্রাক্তন কংগ্রেস সাংসদ অশোক তানওয়ার কংগ্রেস ছেড়ে তৃনমূলে যোগ দিয়েছেন। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ অশোক ২০১৯ সালে কংগ্রেস ছেড়েছিলেন। তাঁর পাশাপাশি কংগ্রেস ছেড়ে তৃনমূলে যোগ দিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। প্রাক্তন জে ডি ইউ নেতা পবন বর্মাও তৃনমূলে যোগদান করেন।  দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তারা তৃনমূলে যোগ দিয়েছেন।

এই পরিস্থিতিতে মমতার মুম্বই সফরকে বিশেষ গুরুত্বের সাথে দেখছে রাজনৈতিক মহল। দু দিনের সফরে মায়ানগরীতে উড়ে যাচ্ছেন মমতা স ও তার সফরসঙ্গী  দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মমতা শিল্পপতিদের সঙ্গে দেখা করার মূল উদ্দেশ্য বলে জানালেও মুম্বাইতে  তিনি বৈঠক করবেন ভারতের অন্যতন বিরোধী দল এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে। শিব সেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে মমতার দেখা করার ইচ্ছা থাকলেও তিনি অসুস্থ থাকায় দেখা হচ্ছে না। তবে তাঁর সঙ্গে দেখা না হলেও উদ্ধব ঠাকরের ছেলে  মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসবেন, সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তৃণমূল নেত্রী।

এ দিন মুম্বই সফরে যাওয়ার আগে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, বুধবার মুম্বাইতে শিল্পপতিদের একটি সম্মেলনে বক্তব্য রাখার কথা রয়েছে তার। সেই সন্মেলনে উপস্থিত শিল্পপতিদের  আগমী এপ্রিল মাসের বিশ্ব বাণিজ্য সম্মেলনে পশ্চিবঙ্গে আসার জন্যও আমন্ত্রণ জানাবেন তিনি। তবে তার আগে আজই মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধি বিনায়ক মন্দিরে যাবেন মমতা।

এ ছাড়া বুধবার সেখানে কয়েকজন বুদ্ধিজীবীর সঙ্গেও দেখা করবেন মমতা। জাভেদ আখতারের নেতৃত্বে, বেশ কয়েকজন তার সঙ্গে দেখা করতে আসবেন। পাশাপাশি, ওই দিনই তার সঙ্গে বৈঠক হবে এনসিপি নেতা শরদ পাওয়ারের।  তবে রাজনৈতিক দিক থেকে এই বৈঠক বেশি তাৎপর্যপূপর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

উল্লেখ্য, বাংলার নির্বাচন জয়ে ভোট কুশলী প্রশান্ত কিশোরের বড় অবদান ছিল বলেই মনে করেন অনেকে। সম্পতি মমতা বন্দোপাধ্যায়ের ২০২৪-র মিশন নিয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে একাধিক বার সাক্ষাৎও হয়েছে পিকের। রাজনৈতিক মহলে গুঞ্জন, সেই সময় মমতা বন্দোপাদ্যায়ের দূত হিসেবেই পাওয়ারের সঙ্গে দেখা করেছিলেন প্রশান্ত। এরপরই  মুম্বইয়ে মমতা-পাওয়ার সাক্ষাৎ সেই বৈঠকের পরবর্তী ধাপ বলেই মনে করছে রাজনৈতিক মহল। দিল্লির রাজনীতিতে শরদ পাওয়ারের অভিজ্ঞতা দীর্ঘদিনের।

তবে শরদ পাওয়ারের সঙ্গে কংগ্রেসের সুসম্পর্ক রয়েছে। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে দলভাঙ্গিয়ে  বিভিন্ন রাজ্যে কংগ্রেসের-বিধায়ক-নেতা ও কর্মীদের তৃণমুল কংগ্রেসে যে ভাবে যোগদান করাচ্ছে এবং  কংগ্রেসকে বিভিন্ন ভাষায় যেভাবে  আক্রমণ করে চলেছে, তাতে আগামিদিনে, দিল্লির লড়াইয়ে কংগ্রেসকে নিয়ে চলতে তথা সনিয়া গান্ধির কাছে মিশন-২০২৪ বাস্তবায়নে মমতার আগ্রহ নিয়ে বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।