স্টাফ রিপোর্টার

আসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা খুব শিগ্গিরই বাংলাদেশ সফরে যাচ্ছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যেই বাংলাদেশ সফর করবেন হিমন্ত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

অসমের মুখ্যমন্ত্রীর মহাকরণ সূত্রের খবর, বাংলাদেশ থেকে ২৫ জন মুক্তিযোদ্ধা তিন দিনের সফরে আসামে অবস্থান করছেন। িতোমধ্যে সেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের  সঙ্গে বৈঠক হয়েছে অসমের মুখ্যমন্ত্রীর।

বৈঠকের পর টুইটে হিমন্ত বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসমের গুরুত্বপূর্ণ অবদান ছিলো। সেই যুদ্ধে অসমের ৯ জন বীর শহীদ হয়েছিলেন। এমনকি রাজ্যের

কিছু পুলিশ সদস্য সে সময় মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিলেন।
হিমন্ত বিশ্বশর্মা অন্য এক টুইটে লিখেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন আমাকে সেখানে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আমি এই আমন্ত্রণকে সম্মান জানাই। দুই দেশের সম্পর্ক জোরদারে আমি এই সফর করব। খুব শিগ্গিরই আমি বাংলাদেশ সফরে যাবো।