নিজস্ব প্রতিবেদন

ভূমিধ্বস ও সঙ্গে একটানা  মুষলধারায় বৃ্ষ্টিপাতে বিপর্যস্ত উত্তরাখন্ডে  মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪।  আবহাওয়া দফতর সূত্র জানায়, ১৯১৪ সালের পর, গত ১০৭ বছরে এত বৃষ্টিপাত কখনও হয়নি সেখানে।  অন্যদিকে বাংলার বহু পর্যটক সম্প্রতি উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন বলে জানা য়ায়। তালিতায় রয়েছেন হুগলির অন্তত ২১ জন ভ্রমণার্থী। বিনসরে আটকে আছেন উত্তরপাড়ার একটি পরিবারের ছ’জন। উত্তরপাড়া ও কোন্নগরের আরও ১২ জন রয়েছেন জোশীমঠে। পাহাড়ি ধসে আটকে পড়েছেন বাগনানের পাঁচ জন।

কেন্দ্রীয় স্বরাষ্ত্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেছেন। সেখানে যুদ্ধকালীন তৎপরতায় বানভাসী লোকদের উদ্ধার ও প্রয়জনীয় ব্যাবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন রাজ্য প্রশাসনকে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে দুর্যোগে মৃতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও ঘোষণা করেছেন  স্বরাষ্ট্রমন্ত্রী।