ভারতের মনিপুর রাজ্যে ভয়ঙ্কর দুর্ঘটনা, ভূমি ধসে মৃত ৮১- বহু নিঁখোজ

নিজস্ব প্রতিবেদন

গত কয়েকদিনে  মণিপুরে ভয়াবহ ভূমিধসে মৃত্যু ঘটলো ৮১ জনের, নিখোঁজ হয়ে রয়েছেন বহু মানুষ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লাগাতার বৃষ্টির ফলে মণিপুরের ননে জেলায় দেখা গিয়েছে ভয়াবহ ভূমিধস। মনিপুরের মুখ্যমন্ত্রী মনিপুরে এই ভূমিধসকে  রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর ঘটনা বলে বর্ণনা করেছেন। বেশ কিছুদিন ধরেই মণিপুরে ক্রমাগত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলে।

প্রবল বৃষ্টিতে গত বুধবার রাতে মনিপুরের ননে জেলার টুপুর রেলইয়ার্ডে ভয়ঙ্কর ধস নামে। সে সময় সেখানে রেললাইন পাতার কাজ চলছিল। ধসে ভেসে যান বহু মানুষ ও সেনাবাহিনীর জওয়ান।  ধসে সেনার ক্যাম্প,, প্রচুর ঘরবাড়ি পর্যন্ত ধসে ভেসে যায়। বহু মানুষ মাটির নিচে চাপা পড়ে যান। যাদের  অনেককেই বাঁচানো সম্ভব হয়নি। এখনো বহু মানুষ কাদামাটির নিচে  চাপা পড়ে থাকতে পারে বলে, আশঙ্কা রয়েছে। শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

ঘটনাস্থল পরিদর্শন করার পর মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানান, “রাজ্যের ইতিহাসে ননের এই ভূমিধস সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। এই বিপর্যয়ে আমরা ৮১ জনকে হারিয়েছি। তাঁদের মধ্যে রয়েছেন টেরিটোরিয়াল আর্মির ১৮ জন জওয়ান। এখনও ধসের ফলে আটকে আছেন ৫৫ জন। সব মৃতদেহ উদ্ধার করতে এখনও ২ থেকে ৩ দিন সময় লাগবে। উদ্ধারকাজে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা পাঠিয়েছে কেন্দ্র। ঘটনাস্থলে প্রচুর কাদা থাকায় গাড়ি চলাচল  ভিষণ কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই উদ্ধারকাজ  শেষ করতে কিছুটা সময় লাগবে।”