কিশোর সরকার, বাংলাদেশ

ঢাকা, ১8 জানুয়ারি (২০২২):   বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, ভারত বাংলাদেশের উপজেলা, পৌরসভা পর্যায়ে কিচেন মার্কেটের অবকাঠামো নির্মাণের জন্য আগ্রহ প্রকাশ করেছে  । বাংলাদেশ নিযুক্ত  ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী  ১৭ জানুয়ারি  বাংলাদেশের স্থানীয়  সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম সঙ্গে সচিবালয়ে সৌজন্যমূলক সাক্ষাত করতে গিয়ে মন্ত্রীর কাছে এই আগ্রহের কথা ।জানিয়েছেন

হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষ হলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শাক-সবজি, মাছ-মাংসসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়-বিক্রয়ে ভারতীয় সরকার প্রতিবেশী বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়নে কাজে অংশ নিতে চায়। ভারত এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিলে বাংলাদেশ এব্যাপারে উদ্যোগ নেবে।

এই মার্কেট তৈরী  খুব একটা ব্যয় বহুল নয়, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, হ্যাঁ এ মার্কেট তৈরি করা খুব একটা ব্যয়বহুল নয়।  এই রকম মার্কেট আমরা নিজেদের উদ্যোগেও করছি। ভারত  বন্ধুত্বের নির্দশন স্বরূপ কিছু করতে চায়,  সেখানে আমার মনে কোন আপত্তি থাকার কথা নয়।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথিবীর প্রায় সকল দেশের সাথে ভালো সম্পর্ক আছে। এই সম্পর্কের কারণে প্রতিদিনই আমাদের কাছে  কিছু বিদেশি সংস্থা ও উন্নয়নসহযোগীরা আসেন। তারা বিভিন্ন সময় আমাদের প্রস্তাব দিয়ে থাকে । কিন্তু আমাদের ও দেশের জন্য যেটা কল্যাণকর ও উপকারী সেগুলো আমরা গ্রহণ করে থাকি।

এসময় মন্ত্রী বাংলাদেশের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে দাবী করে বলেন, আন্তর্জাতিক মহল, মিডিয়াসহ  গোটা জাতি সরাসরি এই ভোট  প্রত্যক্ষ করেছে।  তিনি বলেন, ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ার পরও বিপুল ভোটে আওয়ামীলীগ প্রার্থী সেখানে বিজয় অর্জন করেছে। ডিপ্লোমেটদের কাছে এই ম্যাসেজটা গেছে যে বাংলাদেশের নারায়ণগঞ্জে  সুষ্ঠু নির্বাচন হয়েছে। ডিপ্লোমেটরা এই নির্বাচন  ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে তা তারা  নিজেদের মধ্যে শেয়ারও করেছেন বলে জানান তিনি।