ভারতবাংলাদেশ প্রীতি ভলিবল ম্যাচ, ০ জিতল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদন 

বাংলাদেশ ও ভারতের সিমান্ত রক্ষীদের মাঝে অনুষ্ঠিত প্রীতি ভলিবল ম্যাচের খেলায় ২-০ গোলে জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রীর বন্ধন মজবুত করতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উদ্যেগে উত্তর চব্বিশ পরগণার বশির হাটের ঘোজাডাঙ্গা সিমান্তে বুধবার এক প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হয়। এই আয়োজনকে ঘিরে রীতিমত উৎসবের চেহারা নেয় বসিরহাটের ঘোজাডাঙার সীমান্ত।

সীমান্তে কর্তব্যরত ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবির মধ্যে আয়োজিত এই ভলিবল  খেলা দেখতে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তের মাঠে প্রচুর দর্শকের সমাগম ঘটে।।

এই খেলায় উপস্থিত ছিলেন বিএসএফের আইজি দক্ষিণবঙ্গ অতুল ফুলঝেলে, ডিআইজি রাজেশ কুমার, ডিআইজি জেনারেল সুরজিত সিং গুলেরিয়া। বাংলাদেশের বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার ওমর সাদি, কর্নেল মামুনুর রশিদ, বিজিবির লেফটেন্যান্ট কর্নেল আনারুল মাজাহার সহ অন্যান্য আধিকারিকরা।
ঘোজাডাঙার সীমান্তের মাঠে ভারতীয় দলের জার্সি ছিল নীল-হলুদ এবং বাংলাদেশের খেলোয়ারদের জার্সি ছিল লাল-সবুজ। উপচে পড়া দর্শকের সামনে আকর্ষণীয় খেলা হয় দুই দলের মধ্যে।

খেলায় তিন সেটের মধ্যে দুটিতে জয়ী হয়ে ২-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশের দল। বিএসএফ এবং বিজিবির পক্ষে উভয়দলের খেলোয়াড়দেরকে স্মারক সন্মানে পুরস্কৃত করা হয়।

কড়া নিরাপর্ত্তার মধ্যে এই খেলার পর উভয়দেশের সীমান্তরক্ষী জওয়ানেরা জানান, দুই দেশের জওয়ানদের চেষ্টায় সীমান্তে অপরাধমূলক কাজ অনেকটাই কমেছে। সে দিকে লক্ষ্য রেখে দুই দেশের মধ্যে সম্পর্কের আরও উন্নতির জন্যই এই ভলিবল খেলার আযোজন করা হয়।