নিজস্ব প্রতিবেদক
নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তি উপলক্ষে রোটারী ক্লাব অব বারাসাত আউটার-র উদ্যেগে, রোটারী কমিউনিটি করপস (আরসিসি) বারাসাত সমন্বয় ও এনজিও সোসাইটি ফর সোস্যাল এ্যাডভান্সমেন্ট-র যৌথ সহায়তায় দু:স্থ মানুষের মাঝে আড়াই’শ-র ও বেশী চশমা বিতরণ করা হয়েছে।
রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৯১, রোটার্যাক্ট-৩২৯১ ও রোটাভিসন স্টাইল-এর যৌথ সহায়তায় গত ১৯ নভেম্বব্র চক্ষুশিবির করা হয়েছিল। সেই শিবিরে সাড়ে তিনশত রোগিকে চিকিৎসাসেবা দেয়া হয়েছিল, এর মধ্যে ২৫২ জনকে চশমা ও বাকিদের ছানি অপারেশনের জন্য পরামর্শ দেয়া হয়। কলকাতার অভিযাত চক্ষু হাসপাতাল রোটাভিশন ওই ২৫২ জনের চশমা তৈরী করে সংশ্লিষ্ট ক্লাবে পাঠায়। ওইদিন সেই চশমা দরিগ্র রুগীদের মাঝে বিতরণ করা হয়।
বাকি ৪২ জনের ছানি অপারেশনের জন্য রোটারী ক্লাব মধ্যমগ্রাম মেট্রপলিটান-র নিজস্ব ক্লিনিকে পাঠানো হয়েছে।গত দু’বছর ধরে করোনার কারণে মানুষ কর্মহীন হয়ে পড়ে। হসপিটালে বা অন্যত্র চিকিৎসা করাতে যেতে পারছিলেনা তাদের কথা মাথায় রেখে এই উদ্যেগ নেয় আরআইডি-৩২৯১ ও রোটাভিসন।
সমন্বয় অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাসইস্ট্যান্ট গভর্ণর (আর আই ডি-৩২৯১)রোটারিয়ান প্রভাত ঘোষ, বিশেষ অতিথি ছিলেন পাস্ট প্রেসিডেন্ট ও এজি (সার্ভিস) রোটারিয়ান দীপক মুখার্জী ও ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান বরুণ কান্তি দাস, সেক্রেটারী বিপুল দাস, সমন্বয় সংগঠক রজত বিশ্বাস, শিক্ষাবিদ অভীক তরফদার, শিক্ষাবিদ ও শিল্পপতি সুভাষ বাছার, সমন্বয়ক মধুমিতা দাস ও লিটা রানী সাহা।
আলোচনা অনুষ্ঠান শেষে অথিথিরা আনুষ্ঠানিকভাবে ২৫২ জন রোগীর হাতে চশম তুলে দেন।