প্রণব ভট্রাচার্য্য

পূর্ব লাদাখে ভারত-চিন সীমান্তে ফের উত্তেজনা বাড়ছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) ফের সেনার সংখ্যা বাড়াচ্ছে চিন। শনিবার লেহ্‌তে এমনই মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। তিনি এদিন জানান, এলএসিতে নতুন করে সেনা মোতায়েন করছে চিন। এটা উদ্বেগের।

সেনা সূত্রের বরাত দিয়ে  সংস্থা জানায়, লাদাখের পাশাপাশি অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখাতেও চিন আরও সেনা মোতায়েন করেছে বলে জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান। তবে সেই সঙ্গে দেশবাসীকে আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, যেকোনও পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় সেনা। লালফৌজের মোকাবিলায় পূর্ব লাদাখে ভারতের তরফে কে-৯ বজ্র হাউইৎজার কামান মোতায়েন করা হয়েছে।

বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানান, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্রচুর সংখ্যক সেনা মোতায়েন করেছে চিন। চিনের মোকাবিলায় ভারতও প্রস্তুত রয়েছে।

১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের সঙ্গে সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় জওয়ান। সেই ঘটনার পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এতদিন সেভাবে কোনও ঝামেলা হয়নি। তবে এদিন ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে জানান, এলএসিতে নতুন করে সেনা মোতায়েন করছে চিন।