দিব্যেন্দু গোস্বামী
শিক্ষাই সম্পদ ,শিক্ষা আনে চেতনা । নিরক্ষরতা মানুষকে অন্ধকারের দিকে নিয়োজিত করে । তাই ১৯৬৬ সালের ২৬ শে অক্টোবর ১৪ তম সম্মেলনে ইউনেস্কো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করার জন্য বিল পাস করা হয়। সেই মোতাবেক তার পরের বছর অর্থাৎ ১৯ ৬৭ সালে আটই সেপ্টেম্বর কে বেছে নেওয়া হয় সাক্ষরতা দিবস হিসাবে।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসাবে প্রত্যেক বছর ৮ই সেপ্টেম্বর কে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়ে আসছে। জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের কাছে এই দিনটির গুরুত্ব বোঝানোর জন্য প্রথমদিকে ইউনিস্কো বিভিন্ন দেশকে বার্তা পাঠিয়েছিল । তারই ফলস্বরূপ প্রত্যেক বছর এই দিনটিকে সাক্ষরতা দিবস হিসাবে পালন করা হয়।আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বীরভূমের সিউড়ি সিধু কানহো মঞ্চ থেকে শোভাযাত্রা বের করা হয়। এই পদযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরাই শুধু নয়, আটই সেপ্টেম্বর কে স্মরণ করতে পা মেলান বীরভূম জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। স্বাক্ষরতা নিয়ে যারা কাজ করছেন তাদেরকেও এদিন দেখা যায়। পদযাত্রায় দৃষ্টি আকর্ষণ করে বীরভূম জেলা পুলিশের ব্যান্ড। সিউড়ি শহর পরিক্রমা করে এই পদযাত্রা শেষ হয় ডি আর ডি সি হলের সামনে। এই পদযাত্রা দেখতে ফির করেন উৎসুক