প্রণব ভট্রাচাচার্য্য
গুজরাটে এখন আমাদমি পার্টি একমাত্র বিকল্প, কংগ্রেসের অস্তিত্ব নেই : কেজরিওয়াল কোনও রাগঢাক না রেখে এবার কংগ্রেসকে সরাসরি আক্রমণ দিল্লির মুখ্যমন্ত্রীর। আসন্ন গুজরাট নির্বাচনের আগে কংগ্রেস শেষ হয়ে গিয়েছে বলে, দাবি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। কোনও রাগঢাক না রেখে কংগ্রেসকে উদ্দেশ্য করে কেজরিওয়াল বলেন, রাজনীতির ময়দানে কংগ্রেসের আর কোনও অস্তিত্ব নেই। চলতি বছরের শেষের দিকেই গুজরাটে বিধানসভা নির্বাচন। আর তার আগেই ভোট প্রচারে নেমেছে আম আদমি পার্টি। এখন কংগ্রেসকে সরিয়ে বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদেরকে তুলে ধরতে চাইছে আপ। তাই বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও আক্রমণ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
পঞ্জাবে সরকার গঠনের পর এবার গুজরাটকে পাখির চোখ করেছে আম আদমি পার্টি। এখন মোদীর গড়ে নিত্য যাতায়াত কেজরিওয়ালের। সম্প্রতি কংগ্রেস অভিযোগ করেছে, আম আদমি পার্টি পঞ্জাব সরকারের টাকা গুজরাটের ভোট প্রচারে ব্যবহার করছে। যার ফলে দেউলিয়া হওয়ার জোগাড় হয়েছে পঞ্জাব সরকার। এবার সেই অভিযোগের জবাব দিতে গিয়ে সোমবার একটি সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল জানিয়েছেন, “বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী আপ। কংগ্রেসকে মানুষ চায়না। গুজরাটে অনেক মানুষই আছেন যারা বিজেপিকেও চায়না। এখন আম আদমি পার্টি একমাত্র বিকল্প সেখানে”।
তবে গুজরাটের নির্বাচনের জন্য কংগ্রেসকে কেজরিওয়ালের আক্রমণ বেশ তাৎপর্যপূর্ণ বলে, মনে করছে বিশ্লেষক মহল। ২০২৪-এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে বিরোধী দলগুলি একত্রিত হওয়ার চেষ্টা করছে। নিজেদের মতন করে সকলকে এক ছাতার তলায় আনার প্রচেষ্টা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নীতীশ কুমার। এর মধ্যে কংগ্রেসকে নিয়ে কেজরিওয়াল যে দাবি করেছেন, তাতে বিরোধী দলের ঐক্য প্রশ্নের মুখে দাঁড়িয়েছে।
বিজেপি-কংগ্রেসকে চ্যালেঞ্জ জানাতে শীঘ্রই আসছে সম্পূর্ণ নতুন একটি জাতীয় দল l রবিবার (১১ সেপ্টেম্বর) কেসিআর জানিয়েছেন, শীঘ্রই তিনি একটি ‘জাতীয় দল’ খুলবেন।