প্রেসরিলিজ, বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা
ঢাকা, আগামী (কাল ১৮ সেপ্টেম্বর)-2022 – দক্ষিণ এশিয়া অঞ্চলের দ্বায়িত্বপ্রাপ্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার বাংলাদেশে তার প্রথম সফরে আগামীকাল ঢাকায় আসছেন।
তিনদিনের সফরে, বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট রাইসারর বাংলাদেশের অর্থমন্ত্রীর সাথে ও অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে দেখা করবেন এবং দেশের উন্নয়ন অগ্রাধিকার মোকাবেলায় বিশ্বব্যাংকের যে সব সহায়তা প্রকল্প রয়েছে সেই সব খাত নিয়ে আলোচনা করবেন। তিনি উন্নয়ন সহযোগী, বেসরকারি খাতের বিভিন্ন নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গেও বৈঠক করবেন।
“ এটা ঠিক বাংলাদেশ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চিত্তাকর্ষক অর্জন করেছে। বিশ্বব্যাংক বিগত ৫০ বছর ধরে বাংলাদেশের সাথে এই অসাধারণ যাত্রায় অংশীদার হতে পেরে গর্বিত,” বলেছেন রাইসার। “যেহেতু দক্ষিণ এশিয়ার দেশগুলি কোভিড থেকে জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান বৈশ্বিক মুদ্রাস্ফীতির বহুবিধ ধাক্কার সাথে লড়াই করছে, আমার স্থিতিস্থাপকতা তৈরিতে বাংলাদেশের অভিজ্ঞতা সম্পর্কে জানার বাসনা রয়েছে।”
রাইসার, একজন জার্মান নাগরিক, তিনি ১ জুলাই, ২০২২-এ দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের দ্বায়িত্ব গ্রহণ করেছিলেন। এই ভূমিকা নেওয়ার আগে, তিনি চীন, মঙ্গোলিয়া এবং কোরিয়ার পরিচালক হিসাবে কাজ করেছিলেন। এছাড়াও তিনি তুরস্কের কান্ট্রি ডিরেক্টর এবং ব্রাজিলের কান্ট্রি ডিরেক্টর পদে অধিষ্ঠিত ছিলেন।
স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক ছিল। তারপর থেকে, বিশ্বব্যাংক দেশটিকে ৩৭ বিলিয়ন ডলারেরও বেশি অনুদান, সুদ-মুক্ত এবং রেয়াতি ঋণের প্রতিশ্রুতি দিয়েছে।