এম এ রহিম, বাংলাদেশ
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসা দুই বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর লাগেজ তল্লাশি করে ১লাখ ৭০ হাজার ইউএস ডলার উদ্ধার করেছে কাস্টম শুল্ক গোয়েন্দা বিBাগ। এসময় আটক করা হয় মুন্সিগজ্ঞ জেলার পাঁচগাওয়ের আমজাদ হোসেন ঢালীর ছেলে জসিম ও কমলাঘাট মীরকাদি গ্রামের শাহ আলমের ছেলে সাগর হোসেনকে। তাদের পাসপোর্ট নং যথাক্রমে A02990748, A02990748।
বেনাপোল কাস্টম শুল্ক গোয়েন্দার সহকারি পরিচালক মনিরুজামান জানান, বাংলাদেশে শুল্ক গোয়েন্দার ডিজির নির্দেশক্রমে শুল্ক গোয়েন্দা মারফতজানতে পেরে শুক্রবার বিকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে আটক করা হয় সন্দেহ ভাজন দুই যাত্রীকে।তাদের লাগেজে সুকৌশলে লুকিয়ে রাখা হয় ডলার। পরে তল্লাশি চালিয়ে ১,৭০,০০০ ডলার আটক করে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দারা। যার বাংলাদেশী টাকায় মুল্য প্রায় ১ কোটি ৮০লক্ষ টাকা। বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে ভারতের কলকাতায় গমন করে। পর দিন শুক্রবার বেনাপোল হয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় তাদের আটক করা হয়। প্রাথমিক জিঙ্গাবাদে তারা জানায় ডলার গুলো কলকাতা থেকে অপরিচিত একব্যক্তি তাদেরকে বাংলাদেশে আনার জন্য দেয়। তরা ল্যাগেজ ব্যাবসায়ি বলে জানায় কাস্টম।বেনাপোল কাস্টমস হাউজে ডলারগুলো জমা করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনীনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।