এম এ রহিম
ভারত থেকে বাংলাদেশে ভ্রমণে কিছুটা স্বস্তি মেলবে ভ্রমণকারীদের। এখন থেকে যেসব যাত্রীরা ভারত থেকে বাংলাদেশে যাবেন তারা এক সপ্তাহ আগে থেকে নিজেদের মোবাইল নম্বর দিয়ে এলপিএআই’এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন বা স্লট বুকিং করতে পারবেন। বুকিং করার সময় তাদের টাইম স্লট দেওয়া হবে। সেই সময় মেনে তাকে চেকপোস্টে আসতে হবে।
এলপিএআই’এর ওই ওয়েবসাইটে কিউআর কোডের মাধ্যমে প্রতি ঘণ্টায় ১০০ টি স্লট বুক করা যাবে। প্রাথমিকভাবে একদিনে ১২ ঘণ্টার ১২০০ টি স্লটের ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীরা তাদের সুবিধামতো স্লট বুক করে সরাসরি ইমিগ্রেশন এর কাউন্টারে আসতে পারবেন। সেক্ষেত্রে সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তাদেরকের ইমিগ্রেসনে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। প্রাথমিকভাবে শুধুমাত্র ভারত থেকে যেসব পর্যটক বাংলাদেশে যাবেন, তাদের জন্যই এই স্লট বুকিং এর ব্যবস্থা থাকছে।
ভারত থেকে বাংলাদেশে আসার জন্য ভারতের পেট্রাপোল আন্তর্জাতিক স্থলবন্দরে যাত্রীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার অভিযোগ দীর্ঘদিনের।এভাবে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কষ্টকর। এই নিয়ে বিভিন্ন সময় যাত্রীদের মধ্যে ও অভিযোগ ছিল নিত্যদিনের। তবে এখন থেকে আর ঘণ্টার পর ঘণ্টা এভাবে দাঁড়িয়ে থাকতে হবে না। এই কষ্টকর অবস্থার কিছুটা লাঘবের জন্য ভারত সরকার অনলাইন স্লটের ব্যবস্থা করেছে। বৃহস্পতিবার থেকে্ই পাসপোর্ট যাত্রীদের সুবিধার্থে চালু হল অনলাইন স্লট বুকিং। কিন্তু এই ব্যবস্থায় বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যাত্রীদের কোনো উপকারে আসবে কি না তার তথ্য জানা যায়নি।
বৃহস্পতিবার (৩ আগস্ট) ভারতের পেট্রাপোল চেকপোস্টে এই অনলাইন ওয়েবসাইটের উদ্বোধন করেন ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (এলপিআই) চেয়ারম্যান আদিত্য মিশ্র। সঙ্গে ছিলেন পেট্রাপোল ল্যান্ডপোর্ট অথরিটির ম্যানেজার কমলেশ সাইনি।
ওয়েবসাইটে স্লট বুকিং ব্যবস্থায় ঝামেলা ছাড়াই প্রবেশ করতে পারবে বাংলাদেশের বেনাপোল চেকপোস্টে। কমবে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি। এর ফলে স্বস্তি ফিরবে যাত্রীদের। ক্রমন্বয় স্লটের পরিধি বাড়বে।
পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব মানুষ ভারত থেকে বাংলাদেশে যেতে চান, তারা এক সপ্তাহ আগে নিজেদের মোবাইল নম্বর দিয়ে ঘরে বসে ওয়েবসাইটে ইমিগ্রেশনের স্লট বুকিং করতে পারবেন। বুকিংয়ের সঙ্গে সঙ্গে একটি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেওয়া হবে। ওই রেজিস্ট্রেশন নম্বর নিয়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় পেট্রাপোল বন্দরের অভিবাসন দপ্তরের কাউন্টারে যোগাযোগ করতে হবে।
পেট্রাপোল ল্যান্ডপোর্ট অথরিটির ম্যানেজার কমলেশ সাইনি বলেন, আজ থেকে ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীরা বিনা পয়সায় স্লট বুক করতে পারবেন। পরে অ্যাপস চালু হবে। যাত্রীদের মসৃণ ভাবে যাতায়াতের সুবিধার জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে শুধুমাত্র ভারত থেকে যেসব পর্যটক বাংলাদেশে যাবেন, তাদের জন্যই এই স্লট বুকিং এর ব্যবস্থা থাকছে।
ব্যবস্থা চালু হওয়ায় খুশি যাত্রীরা। তারা মনে করছেন দুর্ভোগ অনেকটাই কমবে। কারণ এতদিন ভারত থেকে বাংলাদেশে আসতে হলে পেট্রাপোল গিয়ে নথিপত্র পরীক্ষার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো। ঝড়-বৃষ্টি গরমে তারা অসুস্থও হয়ে পড়ত অনেক সময়।
ভারত থেকে আাসা সেলিম রেজা ও আততিয়ার রহমান বলেন, আমরা আশা করছি এই ব্যবস্থা চালু হলে আমাদের দুর্ভোগ কমবে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না। তবে যাওয়ার সময়ও একই ব্যবস্থা অতি জরুরী হয়ে পড়েছে।
আরিফ হোসেন ফতেমা নামে বাংলাদেশগামী এক ভারতীয় যাত্রী বলেন, এলপিএআই এর পক্ষ থেকে যে স্লট বুকিং এর ব্যবস্থা করা হয়েছে তাতে আগামীতে বাংলাদেশের আসার ক্ষেত্রে অত্যন্ত সুবিধা হবে। দীর্ঘ সময় লাইনে ধরার ভোগান্তি আর পোহাতে হবে না। আগামীতে আগে থেকেই স্লট বুকিং করে আসবেন বলেও জানান তিনি। সহিদুল ইসলাম ও জগদিস মন্ডল বলেন স্লট বুকিংয়ে সুবিধা আছে। তবে কোন যাত্রী স্লট বুকিং দিয়ে নির্দিষ্ট সময়ে ও দিনে যদি না আসতে পারেন সে ক্ষেত্রে সুবিধা বঞ্চিত হওয়ার আশংকা করছেন তারা। এছাড়াও স্লট বুকিংয়ের আগে বা পরে আসার বিষয়টি নিয়ে সংশংয় হতে পারে বলে ধারনা করেন তারা।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান ভারতের পেট্টাপোলে স্লট বুকিং চালু হয়েছে। যাত্রীদের সুবিধা জন্য উভয় দেশে একই পদ্ধতি চালু হওয়া দরকার বলে জানান তিনি।