প্রণব ভট্রাচার্য্য

ভারতের অধিনায়ক হেডিংলিতে প্রথম ইনিংসে  টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর একটি শক্ত ভিত্তি আশা করছিলেন, কিন্তু  ইনিংসের গোটা  দিনেও ব্যাট করতে পারলেন না কোহলিরা।

তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে নজিরবিহীন ব্যাটিং বিপর্যয় ঘটলো ভারতের।  ইংল্যান্ড  ভারতকে অলআউট করলো মাত্রত ৭৮ রানে।  বাইশ গজে বল হাতে যেন আগুন ঝরালেন জেমস অ্যান্ডারসন।ইংল্যান্ডে বিরুদ্ধে ৫ ম্যাচে সিরিজে আপাতত ১-০ এগিয়ে ভারত। লর্ডসে দ্বিতীয় টেস্টে  ১৫১ রানে জিতেছে বিরাট বাহিনী। হেডিংলিতে তৃতীয় টেস্ট কী হবে তা ভবিষ্যত বলবে। বিরাটরা ব্যাট করতে নেমে শেষপর্যন্ত ভরাডুবি হল ভারতের। ২১ রানে প্রথম তিন উইকেট, আর ৫৮ রানের মধ্যেই চলে গেল ৫ উইকেট। কেএল রাহুল (০), চেতেশ্বর পূজারা (১) ও বিরাট কোহলিদের (৭) দাঁড়াতে দিলেন না জেমস অ্যান্ডারসন। দ্রুত প্যাভিলিয়নে ফিরলেন রাহানে (১৮) ও ঋষভ পন্থ (২)-ও। কার্যত একা হাতেই সামলাচ্ছিলেন ওপেনার রোহিত শর্মা। সঙ্গে রবীন্দ্র জাদেজা। হিটম্যান আউট হতেই ধস নামে ভারতের ব্যাটিং লাইন-আপে। পরপর আউট হয়ে যান মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা ও যশপ্রীত বুমরা।