নতুনদিল্লি, ২৫ আগস্ট, ২০২১ : আফগানিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে সে দেশের নাগরিকদের আপতকালীন ই-বিবিধ ই-ভিসা প্রক্রিয়া শুরু করেছে ভারত সরকার। এখন থেকে কোন আফগান নাগরিক ভারতে আসতে চাইলে তাঁকে ই-ভিসা নিতে হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বরাত দিয়ে বুধবার পিআইবি জানায়, আফগান নাগরিকের কারো কারো পাসপোর্ট হারিয়ে যাবার খবর পাওয়ার পর কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুয়ায়ী, ভারতে বসবাসরত আফগানরা ছাড়া ,যাঁদের ভারতের ভিসা ছিল, তাঁদের ভিসা বাতিল করা হল। আগ্রহী আফগান নাগরিকরা ভারতে আসতে চাইলে www.indianvisaonline.gov.in এর মাধ্যমে ই-ভিসার জন্য আবেদন করতে হবে।