নিউজ ডেক্স
দোহা হয়ে আফগানিস্তান থেকে ফিরলেন আরও ১৪৬জন ভারতীয় নাগরিক। সোমবার সকালের বিমানে ১০৪জনকে ফিরিয়ে আনা হয়েছে ভারতে। রবিবার রাতে ৩০জনকে দোহা হয়ে নিয়ে আসা হয়। পাশাপাশি কাতার এয়ারওয়েজের মাধ্যমে দিল্লিতে পৌঁছোন আরও ৩১জন। ভিস্তার বিমানেও আরও কয়েকজন ফিরে আসেন। মোট ১৪৬জন ভারতীয় দেশে ফেরেন। এদের মধ্যে কাবুলের মার্কিন দূতাবাসের দুই কর্মীও রয়েছেন।
আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত। আফগানিস্তান থেকে দোহাতে নিয়ে আসা হয় সকলকে, সেখান থেকে ভারতে আনার ব্যবস্থা করা হয়। এর আগে ভারত আফগানিস্তানের কাবুল থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টার অঙ্গ হিসেবে তিনটি বিমানে দুই আফগান সাংসদ সহ ৩৯২ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছরবিবারই প্রথম ৮৭ জন ভারতীয় নাগরিককে কাবুল থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা শুরু হয়েছে । এ আই-১৯৫৬ বিমানে করে ৮৭ জন ভারতীয়কে তাজিকিস্তান হয়ে দেশে ফেরেনো হয়। একই বিমানে দিল্লি পৌঁছন নেপালের দুই নাগরিকও। রবিবারই বিদেশমন্ত্রকের জনৈক মুখপাত্র টুইট করে ওই খবর জানিয়েছেন।
পাশাপাশি এদিন কাবুল থেকে আরও ১৬৮ জনকে নিয়ে দেশে ফেরে বায়ুসেনার একটি বিমান। এদের মধ্যে ১০৭ জন ভারতীয়। এই বিমানেই ভারতে পৌঁছন আফগানিস্তানের শিখ সাংসদ নরিন্দর সিং খালসা ও আফগান পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য আনারকলি হোনারিয়ার।এয়ারলিফট করে আফগানিস্তান থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে কয়েক শো ভারতীয় নাগরিককে। তাঁদের মধ্যে রয়েছেন, কার্শিংঙের বাসিন্দা শেখর গুরুং। আফগানিস্তানে কোরিয়ার দূতাবাসে নিরাপত্তারক্ষীর কাজ করতেন তিনি। কাবুলে আটকে থাকার পর, রবিবার রাতে দেশে ফিরেছেন নিমতার তমাল ভট্টাচার্যও। মৃত্যুপুরী আফগানিস্তান থেকে রবিবারই দেশে ফিরেছেন সর্বজিৎ মুখার্জী। লেক ভিউ রোডের বাসিন্দা সর্বজিৎ কাবুলের একটি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। বাঙালি অধ্যাপকের দাবি, আফগানিস্তানের পরিস্থিতি খুবই খারাপ।
আফগানিস্তানে আটক ভারতীয়দের ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, ‘আফগানিস্তানে আটকদের ফেরাতে কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করছে। ২৬ অগাস্ট কেন্দ্রের ডাকা সর্বদলীয় বৈঠকে ‘তৃণমূল কংগ্রেস’ যোগ দেবে বলে তিনি জানান।