প্রগতিশীল লিটল পত্রিকা ‘শালুক’ বাংলাদেশে প্রথমবারের মত আয়োজন করতে চলেছে দু’দিনব্যাপী ‘শালুক আন্তর্জাতিক সাহিত্য সন্মেলন’-২০২৩। ঢাকার সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই সন্মেলন শুরু হবে ১০ মার্চ সকাল ৯ টায়, এবং চলবে ১১ মার্চ পর্যন্ত।

দু’দিনের এই সন্মেলনে দেশী-বিদেশী শিল্প-সংস্কৃতিবিষয়ক আলোচনা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক নানা অনুষ্ঠানের আয়োজন থাকবে। সন্মেলনে দেশ ও বিদেশের পাঁচশতাধিক কবি-লেখক-অনুবাদক-শিল্পি অংশ নেবেন।

সোমবার বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সন্মেলনে এই তথ্য জানিয়েছেন ‘শালুক’-র সম্পাদক কবি ও সাহিত্যিক ওবায়েদ আকাশ।

সাংবাদিক সন্মেলনে লিখিত বিবৃতি পাঠ করে তিনি জানান, লিটল পত্রিকা ‘শালুক’ দীর্ঘ দুইযুগ ধরে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল একটি মতাদর্শকে লালন করে এগিয়ে চলেছে, যার মুলমন্ত্র হলো সত্য, সুন্দর ও শিল্পের প্রচার-প্রসার এবং অসত্যের বিরুদ্ধে শক্ত অবস্থান বিনির্মাণ।

ওবায়েদ জানান, শলুকের স্বপ্ন সীমাহীন সাহিত্য বিশ্ব হলে্ও শালুক বাঙালিকত্বকেই শিরোধার্য্য করে প্রকৃতিচেতনা ও প্রথা বিরোধীতার ঐশ্বর্য্যেকে লালন করে সামনে অগ্রসর হওয়ার একটি আদর্শিক প্রতিষ্ঠান । তিনি জানান আগামী বছর শালুক-র পচিশ বছর পূর্তি অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হবে।

ওবায়েদ আকাশ জানান, ২০০৯ সালে শালুক কলকাতার দু’টি প্রতিষ্ঠান থেকে আন্তর্জাতিক পুরুষ্কার পায়। এ ছাড়াও ২০১২ সালে ঐহিক মৈত্রী সন্মাননা পদক ও ২০১৬ সালে লন্ডন থেকে সংহতি বিশেষ সন্মাননা পদক লাভ করে। ২০২২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে পদক লাভ করে।

-সোহরাব আলম