এম এ রহিম, বাংলাদেশ

মঙ্গলবার বাংলাধেশ থেকে সাগরে  ভেসে  আসা   ২৬ ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। ভারতের পেট্রাপোল সিমান্ত দিয়ে দীর্ঘ প্রায় তিন মাস পর  এদিন সন্ধ্যায় বেনাপোল  ইমেগ্রেসন ও বন্দর পোর্ট থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়।

আগস্ট মাসে ট্রলার যোগে সাগরে মাছ ধরতে যেয়ে ঝড়ের কবলে ভারতে ভেসে আসে বাংলাদেশী ওই  জেলেরা। পরে  ফরেন অ্যাক্টে ওই ২৬ জেলেকে আটক দেখিয়ে   ভারতের পশ্চিমবঙ্গের জেলখানায় রাখা হয়।আটক ২৬  বাংলাদেশি জেলেকে মঙ্গলবার সন্ধায়‘বিশেষ ট্রাভেল পাস’জারী করে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়।। ফেরত আসা বাংলাদেশী জেলেরা  পিরোজপুর-ভোলা ও বরগুনা জেলার অধিবাসি বলে কর্তৃপক্ষিয় সূত্রে জানানো হয়। বেনাপোল ইমিগ্রেশন ওসি আজাদুর রহমান আজাদ জানান,গত ১৮ আগস্ট বঙ্গোপসগারে ইলিশ ধরতে গিয়ে সামুদ্রিক ঝড়ের কবলে পড়েন বাংলাদেশি শতাধিক মৎস্যজীবী। সমুদ্রে ভেসে ভারত সীমান্তে গেলে মৎস্যজীবীদের উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড পুলিশ। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। পরে দু দেশের হাই কমিশনের হস্তক্ষেপে আটককৃতদের মধ্যে ১ নভেম্বর ৪০ জনকে হস্তান্তর করা হয়। মঙ্গলবার  হস্তান্তর করা হলো আরও ২৬ জনকে।

ভারতে নিযুক্ত বাংলাদেশি উপ হাইকমিশনার শেখ মারেফাত তারিকুল ইসলাম জানান, ফেরতে আসা বাংলাদেশি  ২৬জন মৎস্যজীবী কাকদ্বীপের বুদ্ধপুর ফ্লাডসেন্টার ও মইপিঠ শেল্টার হোমের নিরাপত্তা হেফাজতে ছিলেন। দুই দেশের  সহযোগিতায় ওই ২৬ জেলেকে দ্রুত দেশে  ফেরানো সম্ভব হয়েছে।