প্রণব ভট্রাচার্য্য

কলকাতার ইন্দোবাংলা প্রেসক্লাবের প্রত্যেক সদস্যের হাতে তুলে দেয়া হলো বাংলাদেশের ঐতিহ্যশালী রাজশাহীর হাড়িভাঙ্গা আম। 

দুই দেশের সমন্বয়ে কলকাতায় গঠিত ইন্দো বাংলা প্রেসক্লাব এবার সেই ক্লাবইলিশএর মত আমের মৌসুমেআম উৎসব মাতল  গত শনিবার বিকেল  কলকাতা সিআইটি রোডের ইন্দোবাংলা প্রেসক্লাব প্রাঙ্গনেআম আহ্লাদে আমরা‘  শীর্ষক অনুষ্ঠানে র আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক সদস্যদের হাতে তাদের পরিবারের জন্য তুলে দেওয়া হয় রাজশাহীর ওই সুমিষ্ট আম সাধারণত, পশ্চিমবঙ্গের স্থানীয় আম রাজ্যবাসীর সাধ্যের মধ্যে থাকলেও বাংলাদেশের আমের  ক্যাপিটাল নামে খ্যাত রাজশাহীর আম পশ্চিমবঙ্গবাসীর নাগালের বাইরে ফলে ধরনের অনুষ্ঠানে আপ্লুত প্রত্যেক সদস্য গত বছরই দুর্গাপূজার মৌসুমে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সহায়তায় প্রত্যেক সদস্যের হাতে তুলে দেওয়া হয়েছিল বাংলাদেশের রূপালি ফসলপদ্মার ইলিশ এবার পেল আম

যদিও সারাবছর নানাবিধ কর্মকান্ড করে থাকে ইন্দো বাংলা প্রেসক্লাব এরমধ্যে উল্লেখযোগ্য, ২১ ফেব্রুয়ারি ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা জানানো রক্তদান শিবির, রমজানমাসে ইফতার মাহেফিল এবং সমাজকল্যানমূলক নানা কর্মসূচি  অন্যদিকে পশ্চিমবঙ্গে ভ্রমণে এসে বিভিন্ন  সমস্যায় পড়া বাংলাদেশিদের নিরন্তর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াসহ ক্লাব সদস্যদের বিপদেআপদে একে অপররের পাশে থাকে কলকাতার ইন্দো বাংলা প্রেসক্লাব দুই দেশের সাংবাদিকদের বন্ধন সুদৃঢ় করতে ইন্দো বাংলা প্রেসক্লাবের ক্যপশানসাংবাদিকদের সাথে, সাংবাদিকদের পাশে ভারত এবং বাংলাদেশের সাংবাদিকদের যৌথ উদ্যোগে গড়ে ওঠা প্রেসক্লাবের উদ্দেশ্য হলদুই দেশের সঠিক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বড় ভুমিকা রাখা একই সঙ্গে বাংলাদেশভারতের মধ্যে মৈত্রী এবং সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে আরও সক্রিয় ভূমিকা রাখা সারা বছর এই কাজটাই করে চলেছে ইন্দো বাংলা প্রেসক্লাবের সাংবাদিকরা   সেই একতাকে পাথেয় করেই ক্লাবের জন্ম ২০২২ সালের ১৪ মার্চ আনুষ্ঠানিকভাবে পথ চলা সেই বছরের ২৪ আগস্ট ইন্দো বাংলা প্রেসক্লাবে যেমন বাংলাদেশের গণমাধ্যমে কর্মরত ভারতীয় প্রতিনিধিরা রয়েছেন, তেমনই ভারতীয় সংবাদমাধ্যমে কর্মরত স্থানীয় প্রতিনিধিরা এবং বাংলাদেশের গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকেরাও এই প্রেসক্লাবের সীমান্তহীন পরিবারের সদস্য হয়েছেন

প্রেসক্লাবের বয়স সবেমাত্র একবছর এর মধ্যেই বেশ পরিচিতি পেয়েছে সদস্যদের আশা বিশ্বাস, আগামী দিনেও সব বাধা পেরিয়ে সবাই একসাথে মিলে সামনের দিকে এগিয়ে যাবে

 

সূত্র: প্রেস রিলিজ