এম এ রহিম, বেনাপোল থেকে

ঈদ উৎসবকে  সামনে রেখে বেনাপোল রেল স্টেশনে কলকাতা-খুলনা গামী যাত্রীবাহি বন্ধন ট্রেনে অভিযান চালিয়ে যৌথ বাহিনীর সদস্যরা  মাদকদ্রব্যসহ বিভিন্ন প্রকার প্রসাধনী ও অন্যানা  মালামাল জব্দ করেছে ।  বৃহস্পতিবার উপজেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট নারায়ান চন্দ্র পালের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় কাস্টম, বিজিবি,থানা পুলিশ ও রেলপুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা উপস্তিত ছিলেন।  এই অভিযানের ফলে আন্তর্জাতিক রেল পরিসেবা পড়ছে হুমকির মুখে।কলকাতা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা বন্ধন রেলে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অভিযান চালানো হয়। চোরাচালানীদের নিরাপদ বাহনে রুপ নিয়েছে  এই বন্ধন এক্সপ্রেস। এসময় স্টেশন এলাকা বহিরাগত চোরাচালানীদের ভীরে ঠাসা ছিল। এ সময় সাধারণ যাত্রীরা আতঙ্কে কোনঠাসা হয়ে পড়ে ।  বহিরাগতদের হঠাতে হিমশিম খেতে হয় প্রশাসনের সদস্যদের। চোরাকারবারীদের সাথে রেল পুলিশের গভীর সখ্যতা থাকায় বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ চোরালানীরা। ফলে ব্যাহত আন্তর্জাতিক রেল সেবা।

উপজেলা নির্বাহি ম্যাজিষ্ট্রেট নারায়ন চন্দ্র পাল জানান,  রেলে যাত্রীসেবা বাড়াতে ও চোরাচালানী প্রতিরোধে এখন থেকে  নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। বহিরাগতদের রুখতে পরবর্তীতে অন্য ধরণেরর ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও  তিনি জানান।বেনাপোল কাস্টম ডেটুটি কমিশনার তানভির রহমান জানান,১৩ বোতল মদ সহ বিপুল পরিমান ভারতীয় নিষিদ্ধ ঘোষিত পণ্য  জব্দ করা হয়েছে। মালামালের পরিমান কাউন্ট করা হচ্ছে বলে তানভির জানিয়েছেন।

তবে মালামালের সাথে কাউকে পাওয়া যায়নি বলে কাউকে আটক করা সম্ভব হয়নি  বলে জানায় ভ্রাম্যমান আদালত।