প্রণব ভট্রাচার্য্য, নয়াদিল্লি
দু’দুটি দণ্ডাদেশের ফলা মাথার উপরে ঝুলছে তার পরেও ফের তীব্র কটাক্ষ রাহুল গান্ধীর। টুইটে জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম এবং দেশবাসীর আয় কমে যাওয়া নিয়ে ফের নিশানায় নরেন্দ্র মোদি সরকার। রাহুলের বক্তব্য , স্যুট বুটের সরকার মানুষের করের টাকায় নিজেদের কোষাগার এবং বন্ধুদের পকেট ভরছে। অন্যদিকে, মানুষের আয় প্রতিদিন কমছে।
মানহানির মামলায় তাঁর সাজা মকুবের আর্জি নিয়ে যখন গুজরাটের সুরাট আদালতে মামলার শুনানি চলছে। তারই মধ্যে মোদি সরকারকে সমালোচনা করলেন রাহুল গান্ধি।
এক সমীক্ষার উল্লেখ করে বলেন, ২০১৬ থেকে ‘২১ এই পাঁচ বছরের মধ্যে দরিদ্রদের আয় কমেছে ৫০ শতাংশ। মধ্য আয়ের মানুষের রোজগার কমে হয়েছে ১০ শতাংশ। অন্যদিকে, ধনীদের রোজগার বেড়েছে ৪০ শতাংশ। রাহুলের এই টুইটের পরিপ্রেক্ষিতে শনিবার বিজেপি ও নরেন্দ্র মোদি সরকারকে তাক করে তোপ দেগেছে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, গরিব মানুষ এই সরকারের আমলে সবচেয়ে বেশি বিপন্ন।
রাহুল এদিন প্রধানমন্ত্রীর উপহার পাওয়া ১০.লাখ টাকা দামের জ্যাকেট নিয়ে প্রশ্ন তুলে রাহুল বোঝাতে চান, মোদি সরকার ধনীদের স্বার্থ রক্ষার জন্যই রয়েছে ।
কিন্তু ২০১৯ এর লোকসভা ভোটের পর থেকে রাহুলের মুখে এই কথা আর শোনা যায়নি। মোদি সরকারের বিরুদ্ধে ‘গরিবি হটাও’ এর নামে ‘গরিব হটাও’ অভিযান শুরুর অভিযোগ শোনা গেলেও ‘স্যুট বুটের সরকার’ কথাটি শোনা যায়নি।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ব্যক্তিগত আক্রমণের ক্ষেত্রে রাহুলের সতর্ক আরও হওয়া প্রয়োজন। ‘স্যুট বুটের সরকার’ যথার্থ রাজনৈতিক আক্রমণ বলেও মনে করে রাজনৈতিক মহল।
এদিকে ওইদিন রাহুল গান্ধির শুনানি অসম্পূর্ণ থাকল। সুরাটের আদালতে কয়েক ঘন্টা ধরে দু’ পক্ষের যুক্তির লড়াই চলার পর বিচারক পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ২০ এপ্রিল। আবার অপেক্ষা , সেইসঙ্গে বহাল থাকল কংগ্রেস নেতার সাজা।