এম এ রহিম,,বাংলাদেশ থেকে
ভারতে পাচার হওয়া বাংলাদেশের ৪২ নারী-পুরুষকে দীর্ঘ চার বছর পর বেনাপোলে ইমিগ্রেসন পুলিশের কাছে হস্তান্তর ভারতীয় পুলিশ।
ভাল কাজের প্রলোভনে একশ্রেণীর দালালের মাধ্যমে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ৪২ বাংলাদেশি নারী-পুরুষকে জেলহাজতবাস শেষে দীর্ঘ তিন থেকে চার বছর পর বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। শুক্রববার বিকেলে আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ তাদেরকে যৌথভাবে বেনাপোল চেকপোস্ট বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন-নেত্রকোনা,লালমনিরহাট,ঢাকা,সাতক্ষিরা খুলনা ও রাজশাহী জেলার অধিবাসি। এদের মধ্যে পুরুষ ২০জন, নারী ২২জন।
বেনাপোল ইমিগ্রেশন ওসি কামরুজামান জানান, বিভিন্ন সময়ে ভারতে যেয়ে পুলিশের হাতে আটক হয় তারা। আটকের পর বিভিন্ন শেল্টারেহোমে ঠাঁই হয় তাদের। অবশেষে দু’দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রনালয়ের হস্তক্ষেপে ৩থেকে ৪বছরপর শুক্রবার বিকালে ভারতীয় পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মানবধিকার সংগঠন রাইট যশোর,মহিলা আইনজীবী সমিতি, ও জাস্টিস এন্ড কেয়ারের মাধ্যমে আইনী প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান মহিলা আইনজীবি সমিতির কর্মকর্তা রেখা বিশ্বাস।
ফেরত আসা সাবিনা আকসা ও আল আমীন বলেন,ভারতে যেয়ে তাদের নিদারূণ কষ্টে কাটাতে হয়েছে তাদের । সীমাহীন দুভোর্গ আর কষ্ট সহ্য করে অবশেষে আজ তারা দেশে ফিরেছেন। ভারতে এই কষ্টের পর আর কোনদিন ভারতে যেতে চাননা ফেরত আসা বাংলাদেশী নাগরিকেরা।