প্রণব ভট্রাচার্য্য
নরুলা ইনস্টিটিউট অব টেকনোলজি কলকাতার আগরপাড়ার ক্যাম্পাসে একটি সমাবর্তন-২০২৩ (ডিগ্রী সনদ বিতরণ) অনুষ্ঠানের আয়োজন করে। ২৪ নভেম্বর জেআইএস গ্রুপ আয়োজিত এই সমাবর্তন অনুষ্ঠানে মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT), পশ্চিমবঙ্গে-র উপাচার্য অধ্যাপক ড. তাপস চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অধ্যাপক ড. আশীষ ঘোষ, পরিচালক, আইআইআইটি,( ভুবনেশ্বর ) সম্মানিত অতিথি ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি (NiT)–র প্রিন্সিপাল প্রফেসর ড. সৌমেন ব্যানার্জি, নরুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি-র রেজিস্টার ড. নিধি সিং, প্রফেসর ড.সৌরভ সাহা ডিন- আরএন্ডডি, ও প্রফেসর ড. বি কে মেদিয়া, সিওই।
পরে উপাচার্য অধ্যাপক ড. তাপস চক্রবর্তী, জেআইএস গ্রুপ-র ব্যবস্থাপনা পরিচালক তারণজিৎ সিং, জেআইএস গ্রু-র যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক সরদার হারানজিৎ সিং অন্যানা অতিথিদের সঙ্গে নিয়ে যৌথ ভাবে আনুষ্ঠানিক প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।।
অনুষ্ঠানে আতিথিবৃন্দ ছাড়াও উপস্থিত বিশিষ্ট ব্যক্তি-বর্গ, যারা যথাক্রমে ডিগ্রি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন। সার্টিফিকেট বিতরণের পাশাপাশি এদিন ডিগ্রি প্রাপ্তদের সংবর্ধিত করা হয়।
এদিন এই সমাবর্তন অনুষ্ঠানে বি.টেক, এম.টেক, এবং এমসিএ-র ২৩৪৪ জন শিক্ষার্থীকে তাদের ডিগ্রী সনদ প্রদান করা হয় । তা ছাড়া প্রতিটি ধারার শীর্ষস্থানীয় ডিগ্রিধারীদের পুরুস্কার (পদক ) প্রদান করা হয়। ম্যাকাউট উপাচার্য প্রফেসর ড. তাপস চক্রবর্তী প্রধান অতিথির পাশাপাশি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান আতিথির বক্তব্যে ম্যাকাউট উপাচার্য প্রফেসর ড. তাপস চক্রবর্তী বলেন, জেআইএস গ্রুপের উদ্যেগে আয়োজিত নরুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি-র বিভিন্ন কোর্সে-র ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদেরজন্য ২০২৩-র সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন আমার কাছে খুব ভালো লেগেছে। সনদ বিতরণ কালে আমি শিক্ষার্থীদের মাঝে যে উৎফুল্লতা দেখেছি তা দেখে আমারও সেই অতিতের কথা মনে পড়ে যায়। এমন মহতি অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
এই অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে, জেআইএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সর্দার তারানজিৎ সিং স্নাতক হওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “শিক্ষার বছরগুলি একজন ছাত্রের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় অধ্যায়। এটি সামগ্রিক শিক্ষা ব্যবস্থা যা সমাজ এবং ভবিষ্যত প্রজন্মকে পরিবর্তন এবং প্রভাবিত করে। সমাবর্তন কেবল তাদের অভিনন্দন জানানোর একটি উপায় নয়, বরং স্নাতকদের তাদের অর্জিত জ্ঞানের মাধ্যমে সমাজের প্রতি তাদের কর্তব্য উপলব্ধি করার একটি প্ল্যাটফর্মও।
উল্লেখ্য, নরুলা ইনস্টিটিউট অব টেকনোলজি জেআইএস গ্রুপের একটি সফল শিক্ষা উস্যেগ প্রতিষ্ঠান।