ভিওসি রিপোর্ট

শনিবার বিজেপি থেকে তৃনমুলে যোগদানের পর সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয় উভয় সঙ্কটে পড়েছেন।একদিকে ‘মমতা দিদি’, অন্যদিকে ‘বোন প্রিয়াঙ্কা’। এমন অবস্থায় বিড়ম্বনায় না ফেলার জন্য দলকে অনুরোধ করেছেন বাবুল।

শনিবার তৃনমূলে নাম লেখান বাবুল। ঠিক উপনির্বাচনের আগে দল বদল করায় ভবানীপুরে তাকে মমতার প্রচারে দেখা যেতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা। শনিবার বাবুল নিজেই বলেছিলেন, ‘ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে কাউকে লাগে না। তবে দল যদি বলে যাব।’

রবিবার সকালে ব্যক্তিগত সম্পর্কের কথা মনে করিয়ে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বাবুল সুপ্রিয় সম্পর্কে  মন্তব্য করেন, ‘আমার বিশ্বাস বোনের বিরুদ্ধে গিয়ে মমতার পক্ষে তিনি প্রচার করবেন না।এখন তা ইচ্ছা তিনি কি করেন, তবে আমি ওর জায়গায় থাকলে করতাম না।’

বাবুল সুপ্রিয় সত্যিই কি ভবানীপুরে তৃনমূলের জন্য প্রচারে যাবেন? গতকালের অবস্থান বদলে রবিবার তৃণমূল নেতা বাবুল বলেন,’প্রিয়াঙ্কা আমার পরিচিত।বোনের মতো। ওর পরিবারকে চিনি। ২০১৪ সাল থেকে আমার সমস্ত মামলা লড়েছে প্রিয়াঙ্কা। লড়াকু মেয়ে। ওর মধ্যে ভালো আইনজীবীকে খুঁজে পেয়েছিলাম। আমার মনে হয়, দিদির আমার প্রচারের দরকার নেই। আমি দলকে অনুরোধ করব আমাকে বিড়ম্বনায় না ফেলতে। কেননা ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাবুল সুপ্রিয়কে প্রয়োজন হবেনা।’

প্রসঙ্গত: বিজেপিতে বাবুলের আইনজীবী হিসেবেই পরিচিত ছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল । প্রিয়াঙ্কা ২০১৪ সালে তাঁর হাত ধরেই ঢোকেন গেরুয়া শিবিরে। তার পর ধীরে ধীরে উত্থান প্রিয়াঙ্কার। ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টে বিজেপির অন্যতম কৌঁসুলি তিনি। সেই সাফল্যের পুরস্কার হিসেবে ভবানীপুরে তাঁকে প্রার্থী করে দল। তারকা প্রচারকের তালিকায় নাম ছিল বাবুলেরও। এখন তিনি তৃনমূলের হয়ে আদৌ প্রচারে নামবেন কিনা দেখার বিষয়।