এম এ রহিম বাংলাদেশ থেকে

প্রতিবেশী  রাষ্ট্র বাংলাদেশের পার্লমেন্ট নির্বাচন ৭ জানুয়ারী।  ব্যাতিক্রমী  উৎসব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্টিত হতে  হচ্ছে  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন২০২৪।  নির্বাচনে ২৭টি দলের ১৯০২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে ৩৮৪জন।

উচ্চ আদালতের আপিলে নির্দোষ হয়ে  আরো কিছু প্রার্থীর সংখ্যা বাড়তে পারে বলে নির্বাচন কমিশন এই সম্ভাবনার জানায়।  নির্বাচনে আওয়ামীলীগ জাতীয় পাটি জাসদ ওয়ার্কাস পাটি তৃণমূল বিএনপি.সহ বিভিন্ন দল অংশগ্রহণ করছে। আওয়ামীলীগ ২৬৩টি আসনে নৌকা প্রতিকে নির্বাচন করবে। জাতীয় পাটিকে ২৬টি সহ সমমনা দলকে মোট ৩৭টি আসন ছেড়ে দেওয়া হয়েছে।বর্তমানে বড়দল হিসাবে জাতীয় পাটি তাদের নিজস্ব প্রতিক নাঙ্গল নিয়ে ২৮৩টি আসনে নির্বাচন করবেন। ১৮ ডিসেম্বর প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।

এবার স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটগ্রহণের সব ধরণের ব্যাবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধান মন্ত্রী শেখ হাসিনাণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।  নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন,  দেশে গনতন্ত্র রক্ষা ও নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে প্রশাসনে রদবদল করা হয়েছে। প্রশাসন সম্পূণর্ নিরপক্ষভাবে কাজ করছেন।

এদিকে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রচারণার পারদ বাড়ছে।  তবে ইতিমধ্যে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়াসহ বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ৩৫জন। আওয়ামীলীগের নৌকা প্রতিক ও নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কর্মি ও সমর্থকদের মধ্যে ঘটেছে এই সংঘর্ষ। প্রশাসনের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  গোলযগের কারণে এবং নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে জরিমানাও করা হয় অভিযুক্তদের। কুমিল্লা ও বরিশালসহ যশোরের মনিরামপুর ও শার্শায় বোমা বিস্ফারণসহ সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এবার নির্বাচনে প্রার্থী হিসেবে সিনেমা ও নাট্যজগতের  নায়ক নায়িকা,  আমলা, ব্যাবসায়ি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিদ্বন্দি্তায় অবতীর্ণ হবেন।

৩০০টি আসনে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে হবে ভোট গ্রহণ। নির্বাচন কমিশনারা দেশে বিভিন্ন এলাকায় গণ- সচেতনতা সৃষ্টিতে মতবিনিময় সভা করছেন। তবে এবার হচ্ছে না ইলেক্ট্রিক ভোটিং মেশিন ( ইভিএম)-এ ভোট গ্রহণ।

নির্বাচন কমিশন থেকে নির্বাচনী প্রতিক পেয়েই প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা।এবার বিশ্বের ৯টি দেশের নির্বাচন পর্যাবেক্ষক দল নির্বাচম পর্যাবেক্ষণ  করবেন। থাকবেন  অনুমোদিত দেশ বিদেশের গণমাধ্যম কর্মিরা। নির্বাচন সুষ্ঠও শান্তিপূর্ণ হোক এই কামনা করেন দেশের শান্তিপ্রিয় সকল নাগরিক। শুক্রবার সকালে যশোরে এক মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল বলেছেন সুন্দর ও স্বছ ভোট গ্রহণে প্রশাসনকে প্রশিক্ষণসহ  সব ধরণের নিরাপত্তায় কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের আশা করেন তিনি।

R-B4562